বিপিএলে সাকিব নেই, মন খারাপ সুজনের

ক্রিকেট, খেলা

স্পোর্টস রিপোর্টার, বার্তা২৪.কম | 2024-12-26 18:01:47

সাকিব আল হাসান তর্কাতীতভাবে বিপিএলের ইতিহাসের সেরা ক্রিকেটার। বোলারদের তালিকায় শীর্ষে এবং ব্যাটসম্যানদের মধ্যে চার নম্বরে থাকা সাকিব টুর্নামেন্টের ইতিহাসে সর্বোচ্চ চারবার সেরা ক্রিকেটারের পুরস্কার জিতেছেন।

তবে আসন্ন বিপিএলের ১১তম আসরে তার খেলা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। দেশের বর্তমান পরিস্থিতির কারণে তার দেশে ফেরা সম্ভব হয়নি, যা নিয়ে হতাশ জাতীয় দলের সাবেক অধিনায়ক এবং ঢাকা ক্যাপিটালসের প্রধান কোচ খালেদ মাহমুদ সুজন।

গত জুলাইয়ের পর থেকে সাকিব আর দেশে ফিরতে পারেননি। ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজের জন্য আসার পরিকল্পনা থাকলেও, শেখ হাসিনা সরকার পতনের পর সৃষ্ট নিরাপত্তা শঙ্কার কারণে তাকে নিরুৎসাহিত করা হয়। পরবর্তীতে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সাকিবের বিরুদ্ধে হত্যা মামলাসহ বেশ কিছু মামলা দায়ের করা হয়, যা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে।

চিটাগং কিংস সরাসরি চুক্তিতে সাকিবকে দলে ভিড়িয়েছে এবং শেষ মুহূর্ত পর্যন্ত তার জন্য অপেক্ষার কথা বলেছে। তবে বাস্তবতা হলো, বর্তমান পরিস্থিতিতে তার বিপিএলে অংশগ্রহণ প্রায় অসম্ভব। এই প্রসঙ্গে খালেদ মাহমুদ বলেন, ‘সারা দেশে সাকিবিয়ান তো অনেক। (দর্শক আগ্রহে) একটু তো প্রভাব ফেলবেই। কোনো সন্দেহ নেই। বাংলাদেশের সেরা ক্রিকেটার সাকিব। বিশ্বের এক নম্বর ক্রিকেটার।’

সাকিবের খেলার অনিশ্চয়তা নিয়ে হতাশা প্রকাশ করে তিনি আরও বলেন, ‘সাকিব সারা জীবন ক্রিকেট খেলবে না এটা সত্যি কথা। তবে সে যত দিন খেলে যাচ্ছে, এই সময়ে বাংলাদেশের ক্রিকেট খেলতে পারছে না, এটা আমাদের জন্য একটা ব্যর্থতা মনে করি।’

রাজনীতির প্রসঙ্গে তিনি বলেন, ‘৭-৮ মাসের রাজনীতিবিদ পরিচয়ের চেয়ে সাকিবের ক্রিকেটার স্বত্বাকেই বড় করে দেখা উচিত ছিল। দেশের সবচেয়ে বড় টুর্নামেন্ট খেলতে পারবে না, এটা খুবই হতাশাজনক।’

সাকিবের অভাব নিয়ে তার সতীর্থ ক্রিকেটাররাও হতাশ। খালেদ মাহমুদের মতে, ‘সবাই হয়তো মাইকের সামনে বলতে পারে না। কিন্তু ক্রিকেটাররাও হতাশ। কারণ সাকিব সবার সঙ্গে বন্ধুত্বপূর্ণ এবং সবাইকে সবভাবে সহযোগিতা করে।’

এ সম্পর্কিত আরও খবর