শুরু হয়েছে বিজয় দিবস টেনিস প্রতিযোগিতা। রমনায় আজ প্রতিযোগিতার বালক একক অনূর্ধ্ব-১৮ বছরের খেলায় কাব্য গায়েন ৬-০, ৬-০ গেমে জাতীয় টেনিস কমপ্লেক্সের বন্ধু প্রেম সরকারকে, প্রো টেনিস একাডেমি ঢাকার সৌরভ হোসেন ফাহিম ৭-৫ ৬-১ গেমে মাদারীপুর টেনিস ক্লাবের সামি ইসলামকে হারিয়েছেন।
দিনের অন্য ম্যাচে বিকেএসপির এন. এইচ তালুকদার ৬-২, ৬-১ গেমে বিকেএসপির নাফিস আদনানকে, উত্তরা ক্লাবের জারিফ ভুইয়া ৬-১, ৬-১ গেমে অ্যাডভোকেট আব্দুস সালাম টেনিস কমপ্লেক্সের জুনায়েত রাশেদিন কে, সিলেট টেনিস ক্লাবের অবিনাশ রাজ ৬-৩, ৬-২ গেমে বিকেএসপির শাকিল আহমেদকে, বিকেএসপির ইন্তিসার হাসান ৬-০, ৬-০ গেমে জাতীয় টেনিস কমপ্লেক্সের সাফওয়ান সামি দৃক কে পরাজিত করে দ্বিতীয় রাউন্ডে উঠেছেন।
বালিকা একক অনূর্ধ্ব-১৪ বছর গ্রুপে প্রো টেনিস একাডেমী ঢাকার মাসতুরা আফরিন ৬-১, ৬-০ গেমে একই একাডেমীর ইবে রহিমকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে উঠেছেন।
বালক একক অনূর্ধ্ব-১৮ বছর গ্রুপে বিকেএসপির তানভির মুন তুষার ৬-০, ৬-০ গেমে জাতীয় টেনিস কমপ্লেক্সের আলিফ হোসেনকে, উত্তরা ক্লাব লি: এর আজান ইবনে আজিম ৬-৩, ৬-১ গেমে অ্যাডভোকেট আব্দুস সালাম টেনিস কমপ্লেক্সের রাশেদিন মিহালকে এবং বিকেএসপির সুভিত বড়ুয়া জয় ৬-০, ৬-০ গেমে অ্যাডভোকেট আব্দুস সালাম টেনিস কমপ্লেক্সের তাজবিদ রহমানকে হারিয়েছেন।