১ বলে ১৫ রান, বিশ্বরেকর্ড দেখল বিপিএল

  • স্পোর্টস রিপোর্টার, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

বিস্ময়কর! না তারচেয়েও যেন বেশি। ১ বলেই কি-না উঠল ১৫ রান। আজ মঙ্গলবার মিরপুরের মাঠে দেখা গেল এমনই বিস্ময়কর এক ঘটনা!

২০৩ রানের পাহাড় সমান লক্ষ্যে ব্যাট করতে নেমে চিটাগং কিংসের জন্য এমন সূচনাই তো চাই। খুলনার ক্যারিবিয়ান পেসার ওশান থমাসের প্রথম বলেই ১৫ রান নিল চিটাগং। যা স্বীকৃত ক্রিকেটে বিশ্বরেকর্ড।

বিজ্ঞাপন

মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে ইনিংসের প্রথম বলে নাঈম ইসলাম আউট ছিলেন। কিন্তু নো হওয়ায় বেঁচে যান। তারপরই টি-টোয়েন্টি ক্রিকেটে এক বলে সবচেয়ে বেশি রানের নতুন বিশ্বরেকর্ড গড়ে ফেললেন। প্রথম বল নো। পরেরটি ডট। তারপরই নো-বলে ছক্কা হাঁকালেন নাঈম। মানে ৭ রান। পরের দুটি ওয়াইড আরও দুই রান। এরপরেরটি নো বলে বাউন্ডারি। মানে ৫ রান। সব মিলিয়ে ১৫!

প্রতিযোগিতামূলক ক্রিকেটে এক বলে ১৩ রান তুলে এর আগে বিশ্বরেকর্ড গড়েছিলেন যশস্বী জয়সওয়াল। ২০২৪ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ভারতের এ ওপেনার ৭ রান নেন। তিনি পান নো-বল থেকে। ১টি ছক্কায়।

বিজ্ঞাপন

এবার ঢাকার মাঠে সেই রেকর্ড পেছনে ফেলে দিলেন নাঈম! তিনি করেন ১০ করেন। বাকিটা নো আর ওয়াইড থেকে আসে।

সব ফরম্যাট মিলিয়ে ১ বলে সবচেয়ে বেশি রানের রেকর্ড অস্ট্রেলিয়ার এক ঘরোয়া ক্রিকেট ম্যাচে। গাছে বল আটকে যাওয়ার ১ বলে ২৮৬ রান ওঠে। ১৮৬৫ সালে ইংল্যান্ডের পল-মল গ্যাজেট ম্যাগাজিন জানায় এই তথ্য!