পাকিস্তান ঠিক সময়ে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করতে পারবে তো?

ক্রিকেট, খেলা

স্পোর্টস রিপোর্টার, বার্তা২৪.কম | 2025-01-09 13:51:14

১২ই ফেব্রুয়ারি পর্যন্ত হাতে সময় মাত্র ৩৩ দিন। এই সময়ের মধ্যে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের জন্য নির্ধারিত তিন ভেন্যু—করাচি, লাহোর এবং রাওয়ালপিন্ডি স্টেডিয়াম—সম্পূর্ণ প্রস্তুত করে আইসিসির কাছে বুঝিয়ে দিতে হবে। তবে ভেন্যুগুলোর বর্তমান অবস্থা মোটেও আশাব্যঞ্জক নয়।  

স্টেডিয়াম সংস্কারের কাজ শুরু হয়েছিল গত বছরের আগস্টে। ৩১ ডিসেম্বরের মধ্যে কাজ শেষ করার পরিকল্পনা থাকলেও তা সম্পূর্ণ হয়নি। করাচি, লাহোর এবং রাওয়ালপিন্ডি স্টেডিয়ামের সংস্কার কাজ ধীরগতিতে চলছে। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামের প্লাস্টারের কাজ এখনো শেষ হয়নি। করাচির ন্যাশনাল ব্যাঙ্ক স্টেডিয়ামও পুরোপুরি প্রস্তুত নয়। ফ্লাডলাইট, গ্যালারি এবং অন্যান্য সুযোগ-সুবিধা মেরামত বা নির্মাণের কাজ এখনো অসম্পূর্ণ।  

পাকিস্তান ক্রিকেট বোর্ডের সামনে সময়মতো কাজ শেষ করা কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ইতোমধ্যে দক্ষিণ আফ্রিকা এবং নিউজিল্যান্ডের বিপক্ষে ত্রি-দেশীয় সিরিজ ভেন্যুর অবস্থা বিবেচনায় সরিয়ে নিতে বাধ্য হয়েছে পিসিবি। অনেক গণমাধ্যম দাবি করছে, সময়মতো স্টেডিয়ামগুলো প্রস্তুত না হলে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তানের পরিবর্তে সংযুক্ত আরব আমিরাতে সরিয়ে নেওয়া হতে পারে।  

পূর্বে যুক্তরাষ্ট্রেও টি-২০ বিশ্বকাপ আয়োজনের সময় একই রকম অবকাঠামোগত সমস্যার মুখোমুখি হয়েছিল আইসিসি। তবে যুক্তরাষ্ট্র সেই সমস্যা কাটিয়ে উঠতে সক্ষম হয়েছিল। পাকিস্তান সেই চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারবে কিনা তা সময়ই বলে দেবে। আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হবে এবং ১২ই ফেব্রুয়ারি ভেন্যু বুঝিয়ে দেওয়ার শেষ সময়সীমা। আট দলের এই টুর্নামেন্টে ভারতের ম্যাচগুলো দুবাইতে অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টের সমাপ্তি হবে ৯ই মার্চ।

এ সম্পর্কিত আরও খবর