ক্যারিয়ারে একাধিক গুরুত্বপূর্ণ ইনিংস খেললেও ছিলেন না নিয়মিত পারফর্মার। প্রতিভাবান এই বলে দলে সুযোগ পেয়েছেন বার বার ব্যর্থ হওয়ার পরও। আজ রোববার চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য যে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি, তাতে জায়গা হয়নি লিটন কুমার দাসের।
পারফরম্যান্স বিবেচনায় নিলে লিটনের না থাকা চমক বলা যায় না। বাজে পারফরম্যান্সের পরেও যেভাবে দিনের পর দিন সুযোগ পেয়েছেন লিটন, সেই লিটনকে বাদ দেওয়া হলো এত বড় একটা টুর্নামেন্টের আগে। তাই লিটনের না থাকা নিয়ে সংবাদ সম্মেলনে একের পর এক প্রশ্নের উত্তর দিতে হয়েছে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুকে।
লিটনের না থাকা নিয়ে প্রধান নির্বাচক যে ব্যাখ্যা দিয়েছেন, তাতে এটা স্পষ্ট যে, লিটনের উপর আর আস্থা রাখতে পারছেন না তারা। বিশেষ করে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ওয়ানডে সিরিজে ব্যর্থতায় লিটন ছিটকে গেছেন দল থেকে। সে সিরিজে ৩ ইনিংসে লিটনের ব্যাট থেকে রান আসে মাত্র ৬।
লিটনের ব্যাটিং দুর্বলতা প্রতিপক্ষ অ্যানালিস্টের সামনে ফাঁস হয়ে গেছে বলে মনে করেন লিপু। তিনি বলেন, ‘লিটন ফর্মে নেই।সাম্প্রতিক সময়ে ওর আউটের প্যাটার্ন অনেকটা একইরকম। সাদা বলে পাওয়ার প্লেতে যে সুবিধা নেওয়া দরকার, সেটা ও নিতে পারছেনা। ক্রিজে টিকেই থাকতে পারছে না। বিপক্ষ দলের অ্যানালিস্টরা লিটনের বিপক্ষে অনেক বেশি সফল হয়ে যাচ্ছে। তবু সুযোগ দিয়েছিলাম। কিন্তু আস্থার জায়গাটা এই মুহূর্তে সেই অবস্থানে নেই।’
ফর্মের পাশাপাশি লিটনকে না রাখার পেছনে ভালো বিকল্প থাকার কথাও বলেছেন প্রধান নির্বাচক। তিনি বলেন, ‘সৌম্য ও তামিম জুটি হিসেবে ভালো করছে। এই দুজনই সম্ভবত ইনিংস শুরু করবে। উইন্ডিজে আমরা সব ম্যাচেই রান করেছি।কিন্তু লিটন সেখানেও ব্যর্থ হয়েছে।তাই ওর উপর এখন আত্মবিশ্বাস রাখা কঠিন।’
২০২৩ বিশ্বকাপে ভারতের বিপক্ষে ফিফটির পর টানা ১৪ ইনিংসে পঞ্চাশের দেখা পাননি লিটন। সর্বশেষ ৭ ইনিংসেই দুই অঙ্কের ঘরেই পৌঁছাতে পারেননি ৩০ বছর বয়সী এই ওপেনার।
আগামী ২০ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করবে বাংলাদেশ। ২৫ ফেব্রুয়ারি নিউজিল্যান্ড, ২৭ ফেব্রুয়ারি পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে।