জয়ের সুবাস পাচ্ছে ভারত

ক্রিকেট, খেলা

স্পেশাল করেসপন্ডেন্ট বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-28 07:37:09

সিরিজ জয়ের আনন্দে আগেই মেতেছিল ভারতীয় দল। এবার মিশন হোয়াইটওয়াশের। দক্ষিণ আফ্রিকাকে ধবল ধোলাইয়ের পথেই আছে বিরাট কোহলির দল। বাংলাদেশের বিপক্ষে সিরিজের আগে যেন সাফল্যের আকাশে উড়ছে তারা। প্রোটিয়াদের বিপক্ষে সিরিজের তৃতীয় টেস্ট জিততে ভারতের চাই মাত্র দুই উইকেট।

সোমবার ফলোঅনে পড়ে ব্যাট করতে নেমে দ্বিতীয় ইনিংসেও কিছুই করতে পারেন নি দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যানরা। ১৩২ রান তুলতেই ৮ উইকেট হারিয়েছে প্রোটিয়ারা। ২০৩ রানে পিছিয়ে সফরকারীরা। তাদের হার শুধু সময়ের ব্যাপার মাত্র! মঙ্গলবার সকালেই হয়তো হোয়াইট ওয়াশের তৃপ্তি নিয়ে মাঠ ছাড়বেন কোহলিরা।

সোমবার রাঁচিতে টেস্টের তৃতীয় দিনে পড়েছে ১৬ উইকেট। একই দিনে দুইবার অল আউট থেকে অল্পের জন্য বেঁচে গেছে দক্ষিণ আফ্রিকা। রাঁচি টেস্টে প্রথম ইনিংসে ১৬২ রানে অলআউট হয় দল। এরপর দ্বিতীয় ইনিংসে ১৩২ তুলতেই শেষ ৮ উইকেট। ইনিংস হার বাঁচাতে সফরকারীদের চাই ২০৩ রান। হাতে আছে মাত্র ২ উইকেট।

সোমবার সকালে ঝাড়খন্ড স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে ২ উইকেটে ৯ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে সফরকারীরা। শুরুতেই উমেশ যাদবের সাজঘরের পথ দেখিয়ে দেন ফাফ দু প্লেসিকে। তারপর টেম্বা বাভুমা ও জুবায়ের হামজা প্রতিরোধ গড়ার চেষ্টা করে গেলেন। দু'জন গড়েন ৯১ রানের জুটি। ৭৯ বলে ১০টি চার ও এক ছক্কায় ৬২ রান করে ফিরেন হামজা। বাভুমার ব্যাটে ৩২।

ভারতের হয়ে তিনটি উইকেট নিয়েছেন যাদব। দুটি মোহাম্মদ শামির।

৩৩৫ রানে পিছিয়ে থেকে ফলোঅনে পড়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে প্রোটিয়ারা। ফের ব্যর্থ তারা। শামির বোলিং তোপে অসহায়। এই পেসার ৯ ওভারে ৫ মেডেনসহ তুলে নেন ১০ রানে তিন উইকেট। স্বাগতিক ভারত এখন আরেকটি টেস্ট জয়ের উৎসবের অপেক্ষায়!

সংক্ষিপ্ত স্কোর-

ভারত ১ম ইনিংস : ৪৯৭/৮ ইনিংস ঘোষণা
দক্ষিণ আফ্রিকা ১ম ইনিংস: ৫৬.২ ওভারে ১৬২/১০ (হামজা ৬২, দু প্লেসি ১, বাভুমা ৩২, ক্লাসেন ৬, লিন্ডে ৩৭, পিট ৪, রাবাদা ০, নরকিয়া ৪, এনগিডি ০*; শামি ২/২২, উমেশ ৩/৪০, নাদিম ২/২২, জাদেজা ২/১৯, অশ্বিন ১/৪৮)
দক্ষিণ আফ্রিকা ২য় ইনিংস: ৪৬ ওভারে ১৩২/৮ (এলগার ১৬, ডি কক ৫, হামজা ০, দু প্লেসি ৪, বাভুমা ০, ক্লাসেন ৫, লিন্ডে ২৭, পিট ২৩, ডি ব্রুইন ৩০*, রাবাদা ১২, নরকিয়া ৫*; শামি ৩/১০, উমেশ ২/৩৫, জাদেজা ১/৩৬, অশ্বিন ১/২৮)

এ সম্পর্কিত আরও খবর