ফিফা র‌্যাঙ্কিংয়ে তিন ধাপ এগিয়েছে বাংলাদেশ

ফুটবল, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-09-01 10:23:03

মাঠের লড়াইয়ে দুরন্ত পারফরম্যান্স দিয়ে যাচ্ছে বাংলাদেশের ফুটবলাররা। তারই ধারাবাহিকতায় ভারত থেকে ১-১ গোলের ড্র নিয়ে ফিরেছে জামাল ভূঁইয়ারা। ভারতকে কাঁপিয়ে দেওয়া সেই দুর্দান্ত পারফরম্যান্সে লাল-সবুজের পতাকা ফিফা র‌্যাঙ্কিংয়ে এগিয়ে গেল আরো তিন ধাপ। বাংলাদেশ উঠে গেছে ১৮৪তম স্থানে (আগে ছিল ১৮৭তম)।

র‌্যাঙ্কিয়ে পিছিয়ে ভারত ১০৬তম, আফগানিস্তান ১৪৯তম, মালদ্বীপ ১৫৪তম, নেপাল ১৬৭তম, ভুটান ১৮৯তম ও শ্রীলঙ্কা ২০৩তম।

দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের সঙ্গে এগিয়েছে কেবল পাকিস্তান। তবে তারা পড়ে আছে ২০২তম স্থানে।

শীর্ষ চার দল বেলজিয়াম (প্রথম), ফ্রান্স (দ্বিতীয়), ব্রাজিল (তৃতীয়) ও ইংল্যান্ডের (চতুর্থ) অবস্থানের কোনো পরিবর্তন হয়নি। তাদের পরে শীর্ষ দশে রয়েছে যথাক্রমে উরুগুয়ে, পর্তুগাল, ক্রোয়েশিয়া, স্পেন, আর্জেন্টিনা ও কলম্বিয়া।

এ সম্পর্কিত আরও খবর