ক্লাবের সঙ্গে ৯ গোলের রেকর্ড জয় বাবা-ছেলেরও

ফুটবল, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-26 01:25:07

ইংলিশ প্রিমিয়ার লিগে লেস্টার সিটির কাছে রীতিমতো ৯-০ গোলে উড়ে গেছে সাউদ্যাম্পটন। ইংলিশ লিগে সবচেয়ে বড় ব্যবধানের জয়ে যৌথভাবে শীর্ষে এই গোল স্কোরিং। ১৯৯৫ সালে ইপসউইচ টাউনকে সমান ব্যবধানে ধরাশায়ী করেছিল ম্যানচেস্টার ইউনাইটেড।  

দুটি রেকর্ড জয়ের অংশীদার হলেন বাবা-ছেলে। নব্বইয়ের দশকে রেড ডেভিলদের জয়ের ম্যাচে গোলপোস্ট সামলে ছিলেন বাবা ডেনিশ কিংবদন্তি পিটার স্মেইকেল। ২৪ বছর পর সমান স্কোর নিয়ে লেস্টারের গোলরক্ষক হয়ে জিতলেন তারই ছেলে ক্যাসপার স্পেইকেল।  

দুরন্ত এ জয় দিয়ে প্রিমিয়ার লিগের ইতিহাসে সবচেয়ে বড় অ্যাওয়ে জয় ছিনিয়ে নেওয়ার রেকর্ড গড়ল লেস্টার।

শুক্রবার রাতে লেস্টার সিটির হয়ে জেমি ভার্ডি (৪৫, ৫৮ ও ৯০+৪ মিনিটে) ও অ্যায়োজ পেরেজ (১৯, ৩৯ ও ৫৭ মিনিটে) দুজনেই হ্যাটট্রিক করেন। বাকি গোল তিনটি করেন বেন চিনওয়েল (১০ মিনিটে), ইউরি তিয়েলেম্যান্স (১৭ মিনিটে) ও জেমস ম্যাডিসন (৮৫ মিনিটে)। 

দশ ম্যাচে ছয় জয়, দুই ড্র আর দুই হারে ২০ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে উঠে গেছে লেস্টার। শীর্ষে থাকা লিভারপুলের চেয়ে ৫ পয়েন্টে পিছিয়ে এখন তারা। আর এক ম্যাচ কম খেলে তৃতীয় স্থানে থাকা ম্যানসিটির চেয়ে এক পয়েন্টে এগিয়ে। 

এ সম্পর্কিত আরও খবর