মিডিয়াকে সাকিবের পাশে থাকার আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

ক্রিকেট, খেলা

সেন্ট্রাল ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-09-01 20:16:34

বিশ্বসেরা আলরাউন্ডার সাকিব আল হাসানের পক্ষে দেশি এবং বিদেশি গণমাধ্যমকে শক্ত হয়ে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মদ শাহরিয়ার আলম।

মঙ্গলবার (২৯ অক্টোবর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের নিজস্ব আইডি থেকে দেওয়া এক স্ট্যাটাসে এ আহ্বান জানান তিনি।

স্ট্যাটাসে শাহরিয়ার আলম লেখেন, 'রাজনীতিবিদদের নিয়ে বিভ্রান্তিকর হেডলাইন করা রেওয়াজে পরিণত হয়েছে। কিন্তু দয়া করে সাকিবের (বা অন্য যেকোনো আন্তর্জাতিক সম্মান বয়ে এনেছে এরকম কোনো ক্রীড়াবিদের) সঙ্গে এটা করবেন না।'

তিনি উল্লেখ করেন, 'স্বাধীনতা উত্তর বাংলাদেশের সেরা সম্পদের অন্যতম একটির নাম সাকিব আল হাসান, যে অনেক কষ্টের মাঝেও আমাদের মুখে হাসি ফুটিয়েছে, আমরা বিশ্বের সেরা সেরা যেসব অলরাউন্ডারদের দেখে বেড়ে উঠেছিলাম তাদের সবার চেয়ে যে সে সেরা তা আমার আপনার বিবেচনায় নয়, বছরের পর বছরের পরিসংখ্যান এবং আইসিসিই তা বলেছে।'

মিডিয়াকে সাকিবের পাশে থাকার আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর
পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মদ শাহরিয়ার আলমের দেওয়া স্ট্যাটাস, ছবি: সংগৃহীত

তিনি আরও লেখেন, 'আর এটাকে অন্য কিছুর সঙ্গে অযথা জড়াবেন না। আইসিসির নিয়ম আছে, যা বিসিবি দেখবে, কিন্তু নাগরিক হিসেবে সাকিবের পাশে সবাইকে দাঁড়াতেই হবে।'

উল্লেখ্য, কয়েকদিন আগে ১১ দফা দাবিতে জাতীয় দল ও লীগের ক্রিকেটারদের নিয়ে আন্দোলনে নামেন সাকিব। তবে সাকিবদের দেওয়া দাবিগুলোতে বোর্ড সমঝোতায় পৌঁছালেও সাকিবের ভারত সফর নিয়ে ধোঁয়াশা তৈরি হয়।

শেষ পর্যন্ত জানা যায়, ক্রিকেট জুয়াড়ির কাছ থেকে ফোনে ম্যাচ ফিক্সিংয়ের একটা প্রস্তাব গোপন করায় আইসিসির নিষেধাজ্ঞার সম্মুখীন হচ্ছেন বাংলাদেশ দলের টি-টোয়েন্টি ও টেস্ট অধিনায়ক সাকিব আল হাসান।

এ সম্পর্কিত আরও খবর