মাথায় বাউন্সারের আঘাত নিয়ে লাঞ্চের আগেই মাঠ ছাড়েন লিটন দাস। পূর্ব সতর্কতা হিসেবে লাঞ্চের পর আর ব্যাট হাতে নামেননি বাংলাদেশের রিটায়ার্ড হার্ট এ ব্যাটসম্যান।
লিটনের পর ব্যাট হাতে নেমেছেন এবাদত হোসেন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৭ উইকেটে টাইগারদের সংগ্রহ মাত্র ৯০। ব্যাটিংয়ে আছেন লিটনের বদলি হিসেবে নামা মেহেদি মিরাজ (৮) ও নাঈম হাসান (৮)।
২২.১ ওভারে শামির বল এবার আঘাত হানে নাঈম হাসানের হেলমেটে। তবে সমস্যা হচ্ছে না তার। ব্যক্তিগত আট রান নিয়ে এখনো ব্যাটিং করে যাচ্ছেন তিনি।
দলীয় ১৫ রানেই হোঁচট খায় বাংলাদেশ। ইমরুল কায়েসের আউটের মধ্য দিয়ে শুরু হয়ে যায় টাইগারদের আসা যাওয়ার মিছিল। ইশান্ত শর্মা, উমেশ যাদব ও মোহাম্মদ শামির পেস ঝড়ে ধসে পড়তে থাকে অতিথি দলের ব্যাটিং লাইন আপ।
ব্যাটিং লাইন-আপের ধ্বংসস্তূপের মাঝে ব্যাট হাতে জ্বলার চেষ্টা করেন ওপেনার সাদমান ইসলাম ও লিটন দাস। ২৯ রান করে সাদমান ফিরলেও ২৪ রানে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন উইকেটরক্ষক ব্যাটসম্যান লিটন।
শেষ দিকে ব্যাট হাতে যা একটু লড়াই করার আভাস দিয়ে ছিলেন নাঈম হাসান। হেলমেটে বলের আঘাতের পর ১৯ রানের বেশি তুলতে পারেননি তিনিও।
তবে ব্যাট হাতে ব্যর্থতার চরম পরিচয় দিয়ে অধিনায়ক মুমিনুল হক, মোহাম্মদ মিঠুন ও মুশফিকুর রহিম ফেরেন শূন্য রানে।
ইশান্ত শর্মা একাই শিকার করেন ৫ উইকেট। উমেশ যাদব তিনটি ও মোহাম্মদ শামি নেন দুটি উইকেট।