স্টোকসের শতক মিসেও বড় সংগ্রহ ইংল্যান্ডের

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-27 21:01:59

রস টেলরের ভুলে ক্যাচ মিসে প্রাণ ফিরে পেয়ে সুযোগটা ভালোই কাজে লাগিয়েছেন বেন স্টোকস। খেলেন ৯১ রানের দুরন্ত এক ইনিংস। সুবাদে ধীর-লয়ে হলেও ইংল্যান্ড সবকটি উইকেট হারিয়ে প্রথম ইনিংসে তুলেছে ৩৫৩ রান।

মাউন্ট মঙ্গানুইয়ে প্রথম ইনিংসে ৪ উইকেটে ২৪১ রান নিয়ে শুক্রবার, ২২ নভেম্বর দ্বিতীয় দিনের খেলা শুরু করা ইংল্যান্ডের পুঁজি হতে পারত আরো বড়। কিন্তু কিউই বোলারদের দাপটে ৩৫৩ রানেই থামে ইংলিশদের ইনিংস।

কিন্তু নয় রানের জন্য সেঞ্চুরি মিসের আগুন ঠিকই পুড়িয়ে যাচ্ছে ইংল্যান্ডের তারকা অলরাউন্ডার স্টোকসকে। জো ডেনলির ৭৪ ও ররি বার্নসের ৫২ রানের সঙ্গে ৪৩ করেন জস বাটলার।

নিউজিল্যান্ডের হয়ে টিম সাউদি শিকার করেন চারটি উইকেট। নেইল ওয়াগনার ৩টি ও কলিন ডি গ্র্যান্ড হোম নেন দুটি উইকেট।

জবাবে ব্যাট করতে নেমে দ্বিতীয় দিন শেষে ৪ উইকেটে ১৪৪ রান তুলেছে নিউজিল্যান্ড। স্বাগতিকরা এখনো ২০৯ রানে পিছিয়ে। হাতে আছে ৬ উইকেট।

৫১ রান নিয়ে সাজঘরে ফেরেন ক্যাপ্টেন কেন উইলিয়ামসন। ২৫ করেন রস টেলর। ২৬ রান নিয়ে এখনো ব্যাটিং করে যাচ্ছেন হেনরি নিকোলস। ব্যক্তিগত ৬ রানে তাকে সঙ্গ দিচ্ছেন বিজে ওয়াটলিং।

ইংল্যান্ডের হয়ে দুটি উইকেট নেন স্যাম কুরান।

সংক্ষিপ্ত স্কোর-

ইংল্যান্ড প্রথম ইনিংস: ৩৫৩/১০, ১২৪ ওভার (স্টোকস ৯১, ডেনলি ৭৪, বার্নস ৫২, বাটলার ৪৩, পোপ ২৯; সাউদি ৪/৮৮, ওয়াগনার ৩/৯০ ও গ্র্যান্ডহোম ২/৪১)।

নিউজিল্যান্ড প্রথম ইনিংস: ১৪৪/৪, ৫১ ওভার (উইলিয়ামসন ৫১, নিকোলস ২৬ ব্যাটিং, টেলর ২৫; কুরান ২/২৮)।

*দ্বিতীয় দিন শেষে

এ সম্পর্কিত আরও খবর