এসএ গেমসের ভারোত্তোলনে মাবিয়া আক্তার সীমান্তের পর স্বর্ণপদক পেয়েছেন জিয়ারুল ইসলামও। শনিবার (৭ ডিসেম্বর) বাংলাদেশের ঝুলিতে স্বর্ণপদক যোগ হয়েছে আরো একটি। ফেন্সিংয়ে স্বর্ণ ছিনিয়ে নিয়েছেন ফাতেমা মুজিব।
কাঠমান্ডুর কৃতিপুরে মেয়েদের ফেন্সিংয়ের সাবরে এককে প্রথম হয়ে স্বর্ণপদক গলায় ঝুলান ফাতেমা। যদিও এসএ গেমসে এইবারই প্রথম ফেন্সিং যোগ হয়েছে।
তার আগে দাপুটে পারফরম্যান্সে ভারোত্তোলনে একটি রেকর্ডও গড়ে ফেলেছেন মাবিয়া-জিয়ারুল। এবারই প্রথম ভারোত্তোলনে লাল-সবুজের প্রতিনিধিরা একাধিক স্বর্ণ জিতলেন।
পোখরায় পুরুষদের ৯৬ কেজি ওজন শ্রেণীর স্ন্যাচে ১২০ কেজি এবং ক্লিন অ্যান্ড জার্কে ১৪২ কেজি, সব মিলিয়ে ২৬২ কেজি উত্তোলন করে প্রথম হন জিয়ারুল। নেপালের বিশাল সিং (সব মিলিয়ে ২৪৭ কেজি তুলে) রুপা ও ভুটানের কিনলে গাইয়েলতসেন (সব মিলিয়ে ১৭০ কেজি তুলে) ব্রোঞ্জ জিতেছেন।
জিয়ারুলের আগে মেয়েদের ভারোত্তোলনে ৭৬ কেজি ওজন শ্রেণীর স্ন্যাচে ৮০ কেজি এবং ক্লিন অ্যান্ড জার্কে ১০৫ কেজি, সব মিলিয়ে ১৮৫ কেজি তুলে সেরা হন মাবিয়া।
গেমসের ত্রয়োদশ আসরে এনিয়ে বাংলাদেশ পেল সাতটি স্বর্ণপদক।