পাঁচ মাস পর ফিরে নিজেকে নিয়ে মাশরাফি যা বললেন

ক্রিকেট, খেলা

স্পোর্টস এডিটর, বার্তা২৪.কম | 2023-08-29 16:01:20

ব্যাট হাতে ১০ বলে অপরাজিত ১৮ রান। দুই ছক্কা। বোলিংয়ে ৩ ওভারে ১৮ রান। কোনো উইকেট নেই। এবং ৯ উইকেটে দলের হার!

প্রায় পাঁচ মাস পর ক্রিকেট মাঠে ফিরে প্রথম ম্যাচে নিজের এবং দলের এমন পারফরম্যান্স নিয়ে বাড়তি কিছু বলার নেই। কিন্তু মাশরাফি বিন মর্তুজা তাও বললেন অনেক কিছু। জানালেন- সম্ভাবনার কথা। লম্বা সময় ধরে ক্রিকেটের বাইরে রয়েছেন। ইনজুরিও ছিল। ফিটনেস ফিরে পেতে পরিশ্রম করে চলেছেন। সেই প্রসঙ্গে মাশরাফির মন্তব্য- ‘কিছুটা ইনজুরির সমস্যা তো আছেই। এটা থাকবেই। আরও দুই তিনটা ম্যাচ গেলে এটা কাটিয়ে উঠা যাবে। এসব টুকটাক ইনজুরির বিষয়টা আগেও কাটিয়ে উঠেছি। আমার কাছে মনে হয় না এটা সামনের সময়ে তেমন কোনো সমস্যা করবে। আশা করি ঠিক হয়ে যাবে।’

রাজশাহী রয়্যালসের কাছে ৯ উইকেটে ম্যাচ হারের কারণ ব্যাখ্যায় মাশরাফি জানালেন- ‘সামনের ম্যাচগুলোতে আমাদের কাজ হবে পুরো দল একত্রিত হয়ে খেলা। যেটা আমরা প্রথম ম্যাচে করতে পারিনি। উইকেট বেশ ভালো ছিল। সাধারণত মিরপুরের উইকেট এমন হয় না। তেমন স্কোর হয় না। তবে এই ম্যাচে আমরা ১৬০ রানে যেতে পারতাম। একসঙ্গে কয়েকটা উইকেট পড়ে যাওয়ায় সেটা আর হয়ে উঠেনি। আমরা এই ম্যাচে হেরেছি। কিন্তু এখনই আতঙ্কিত হয়ে উঠার মতো কিছু নেই। এটা নিয়ে আলোচনায় বসারও কিছু নেই।’

এই ম্যাচ দিয়ে তামিম ইকবালও লম্বা বিশ্রাম শেষে ক্রিকেটে ফিরেছেন। কিন্তু ঢাকা প্লাটুনের হয়ে প্রথম ম্যাচেই তামিম ব্যর্থ। অধিনায়ক মাশরাফি যথারীতি তামিমের হয়েই কথা বললেন- ‘আমার মনে হয় না তামিমকে নিয়ে বেশি চিন্তা করার আছে। গেল মৌসুমেও তামিম বেশির ভাগ ম্যাচেই এমন উত্থান-পতনের মধ্যে দিয়েই গেছে। কিন্তু ফাইনালে ট্রফি জয়ের ইনিংসটা সেই তামিমই খেলে দিয়েছে। সব সময়ে তামিম নিজেকে প্রমাণিত করে এসেছে।’

এ সম্পর্কিত আরও খবর