মাহমুদুল্লাহ খেলছেন, ফিল্ডিংয়ে চট্টগ্রাম

ক্রিকেট, খেলা

স্পোর্টস এডিটর, বার্তা২৪.কম | 2023-08-28 12:11:04

চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের জন্য এখন পর্যন্ত বঙ্গবন্ধু বিপিএলের অভিজ্ঞতা মিশ্র। একটি হার এবং একটি জয়। অন্যদিকে রংপুর রেঞ্জার্সের আপাত অভিজ্ঞতা একটাই-হার। টুর্নামেন্টের উদ্বোধনী দিনে মাঠে নেমেছিল রংপুর। সেই ম্যাচে কুমিল্লা ওয়ারিয়র্সের কাছে বড় ব্যবধানে হেরেছে। শনিবার, ১৪ ডিসেম্বর হারের কবল থেকে বেরিয়ে আসার সুযোগ রংপুরের সামনে। প্রতিপক্ষ চট্টগ্রাম।

তবে ম্যাচ শুরুর আগে টস পর্বে হেরেছে রংপুর। মিরপুরের এই ম্যাচে টসে জিতে বোলিং বেছে নিয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। এই ম্যাচ দিয়ে বঙ্গবন্ধু বিপিএলে অভিষেক হচ্ছে মাহমুদউল্লাহ রিয়াদের। ইনজুরির কারণে মাহমুদউল্লাহ চট্টগ্রামের প্রথম দুই ম্যাচ খেলতে পারেননি। দলের তৃতীয় ম্যাচে ফিরছেন তিনি। ভারতের বিপক্ষে কলকাতা টেস্টের দ্বিতীয় ইনিংসে ব্যাট করার সময় মাহমুদউল্লাহ রিয়াদ হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েন। সেই চোট কাটিয়ে উঠে রংপুর রেঞ্জার্সের বিপক্ষে মাঠে নামছেন তিনি।

চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে এই ম্যাচের চার বিদেশি হলেন আবিস্কা ফার্নান্ডো, রায়ান বার্ল, চ্যাডউইক ওয়ালটন ও কেসরিক উইলিয়ামস।

অন্যদিকে রংপুর রেঞ্জার্সের চার বিদেশি হলেন মোহাম্মদ নবি, টম অ্যাবেল, লুইস গ্রেগরি ও মোহাম্মদ শেহজাদ মোহাম্মদী।

এ সম্পর্কিত আরও খবর