সেমিতে চোখ জামাল ভুঁইয়ার

ফুটবল, খেলা

স্পেশাল করেসপন্ডেন্ট,বার্তা২৪.কম | 2023-08-15 05:28:12

ঘরের মাঠের টুর্নামেন্ট। প্রত্যাশার পারদ তো আকাশ ছোঁয়া তো হবেই। যদিও ২০১৫ সালের পর বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবলের ফাইনালে খেলা হয়নি। এবার কী হবে সেটা সময়ই বলে দেবে।  ১৫ জানুয়ারি শুরু হবে ষষ্ঠ আসর। তার আগে প্রত্যাশার লাগাম টেনে ধরেছেন জামাল ভুঁইয়া। এখনই ভাবনায় নেই ফাইনাল। সেমি-ফাইনালে চোখ রেখেই প্রস্তুতি নিচ্ছেন বাংলাদেশ অধিনায়ক।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠেয় এই লড়াইয়ে কঠিন পরীক্ষা থাকছে গ্রুপ পর্বে। ‘এ’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন ফিলিস্তিন ও শ্রীলঙ্কা। টুর্নামেন্টের ‘বি’ গ্রুপে আফ্রিকার তিন দেশ মরিশাস, বুরুন্ডি ও সিশেলস।

এই লড়াইয়ের আগে শুক্রবার ছুটির দিনে শেখ জামাল ধানমন্ডি ক্লাবে শুক্রবার অনুশীলন করেছে ফুটবল দল।

অনুশীলন পর্ব শেষে অধিনায়ক জামাল ভুঁইয়া বললেন, ‘দেখুন, অধিনায়ক হিসেবে আমার পরিকল্পনা আগে সেমি-ফাইনাল খেলা নিশ্চিত করা। এটা ভাল করেই জানি ফিলিস্তিন শক্তিশালী দল। গতবার সেমি-ফাইনালে ওদের কাছেই হেরেছিলাম। ফিলিস্তিন ম্যাচে এক পয়েন্ট পেলেই আমরা খুশি। সেমি-ফাইনাল নিশ্চিত করার পরই অন্য কিছু ভাবব আমরা।’

ফিলিস্তিনের কাছে হারলেও সমস্যা নেই। কিন্তু শ্রীলঙ্কার বিপক্ষে তুলে নিতে হবে জয়। জামাল বলছিলেন, ‘ফিলিস্তিনের বিপক্ষে ড্র এবং শ্রীলঙ্কার বিপক্ষে পুরো ৩ পয়েন্ট পাওয়া আমার টার্গেট। দলের অবস্থা সব মিলিয়ে ভালো।  সবাই ফেডারেশন কাপ খেলে এসেছে।’

অবশ্য কোচ জেমি ডে আগের দিন জানাচ্ছিলেন স্ট্রাইকারদের নিয়ে ভাবনায় দল। স্কোরার নেই। এ প্রসঙ্গে জামাল বলছিলেন, ’১০-১৫ বছর ধরে স্কোরিং সমস্যা আমাদের মূল দুঃশ্চিন্তার জায়গা। আমাদের ঘরোয়া লিগে আক্রমণভাগে খেলে বিদেশিরা। কিন্তু বাস্তবতা মানতে হবে- আমাদের ফরোয়ার্ডদের গোলের সুযোগ তৈরি করতে হবে।’

এ সম্পর্কিত আরও খবর