রাওয়ালপিন্ডিতে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

ক্রিকেট, খেলা

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-31 20:18:38

দীর্ঘ ১৬ বছর পর ফের পাকিস্তানের মাঠে টেস্ট খেলতে নেমেছে বাংলাদেশ। নিরাপত্তা নিয়ে শঙ্কার পর অন্য দেশগুলোর মতো টাইগাররাও দূরে সরিয়ে নিয়েছিল নিজেদের। কিন্তু এ বছর পাল্টে গেল দৃশ্যপট। কিছুদিন আগে দল খেলে এসেছে টি-টোয়েন্টি। এবার টেস্ট মিশন।

শুক্রবার দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট শুরু রাওয়ালপিন্ডিতে। সাদা পোশাকের এই লড়াইয়ে টস ভাগ্যে হেরেছে বাংলাদেশ। উইকেট ও আবহাওয়ার কথা চিন্তা করে সফরকারী দলকে প্রথমে ব্যাটিংয়ে পাঠালেন পাকিস্তান অধিনায়ক আজহার আলি। শুরুতে ব্যাট হাতে নামতে হচ্ছে মুমিনুল হকদের।

ইতিহাস জানাচ্ছে-পাকিস্তানের মাঠে এ পর্যন্ত চারটি টেস্ট খেলেছে বাংলাদেশ। হেরেছে সব কটিতেই। সব মিলিয়ে দেশটির বিপক্ষে ১০ টেস্টে লড়েছে টিম টাইগার্স। কিন্তু ৯টিতে হার দেখেছে লাল-সবুজের প্রতিনিধিরা। একটি টেস্ট ড্র।

দীর্ঘদিন পর পাকিস্তানে টেস্ট খেলতে নেমে বাংলাদেশ সেরা একাদশ পাচ্ছে না। কেননা আইসিসির নিষেধাজ্ঞায় নেই সাকিব আল হাসান। নিরাপত্তা শঙ্কায় এ সফরে খেলছেন না অভিজ্ঞ ব্যাটসম্যান মুশফিকুর রহিম। সেই অফফর্মের জন্য বাদ পেসার মুস্তাফিজুর রহমান।

রাওয়ালপিন্ডির মাঠে এর আগে কখনোই টেস্ট খেলেনি বাংলাদেশ। অবশ্য এই মাঠের ইতিহাস স্বস্তি দিচ্ছে না আজহার আলির দলকেও। সর্বশেষ ২৩ বছরে এখানে টেস্ট জিততে পারেনি স্বাগতিকরা। অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা ও ভারতের সঙ্গে হারের পর এবার এই মাঠে মুমিনুল হকদের সঙ্গে লড়াই পাকিস্তানের।

সবুজ ঘাসে ছাওয়া উইকেটে পেস আক্রমণে কুপোকাত করার অপেক্ষায় আজহার আলির দল। নাসিম শাহ-শাহিন শাহ আফ্রিদি গতি-বাউন্স-সুইং সামাল দেওয়া সহজ হবে না তামিম ইকবাল ও মুমিনুল হকদের। প্রস্তুত মোহাম্মদ আব্বাসও।

বাংলাদেশ একাদশ-

তামিম ইকবাল, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, মোহাম্মদ মিথুন, মাহমুদউল্লাহ রিয়াদ, লিটন কুমার দাস, তাইজুল ইসলাম, ইবাদত হোসেন, আবু জায়েদ রাহী ও রুবেল হোসেন।

এ সম্পর্কিত আরও খবর