এমনিতেই চলছে করোনা সঙ্কট। পুরনো এই সঙ্কটের মাঝে নতুন সঙ্কটে পড়তে যাচ্ছে বার্সেলোনা। কোয়ারেন্টিনে থাকা ফুটবলারদের বেতন কমানো নিয়ে ন্যু ক্যাম্প শিবির এবার জড়িয়ে পড়তে যাচ্ছে গৃহবিবাদে।
করোনা সঙ্কটের জন্য সব ধরনের খেলাই এখন বন্ধ। মাঠে খেলা না থাকায় বার্সার আয়ও হচ্ছে না। ফলে আর্থিক সঙ্কটে পড়তে যাচ্ছে কাতালান এই জায়ান্ট ক্লাবটি। এই সঙ্কট কাটিয়ে উঠতে ফুটবলারদের বেতন কাটছাঁটের সিদ্ধান্ত নিয়েছে তারা।
করোনা সঙ্কটে বেতন কাটছাঁট অবশ্য নতুন কিছু নয়। জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ ও বরুশিয়া ডর্টমুন্ডের ফুটবলাররা ২০ শতাংশ বেতন কম নিতে রাজি হয়েছেন। কিন্তু এনিয়ে বার্সার ফুটবলার বিভক্ত। একপক্ষ রাজি হলেও অন্য পক্ষ ক্লাবের এ সিদ্ধান্তে সায় দিতে নারাজ। কারণ ক্লাবের চাওয়াটা একটু বেশি। ক্লাব কর্তৃপক্ষ ফুটবলারদের ৭০ শতাংশ বেতন কেটে নিতে চায়।
তবে বেতন কাটছাঁট নিয়ে ক্যাপ্টেন লিওনেল মেসি, জেরার্ড পিকে, সার্জিও বুসকেটস ও সার্জিও রবার্তো ক্লাবের প্রস্তাবে রাজি কিনা তা এখনো পরিষ্কার নয়।