অনেক দিন ধরেই অসুস্থ ছিলেন। লড়াই করে যাচ্ছিলেন সুস্থ হয়ে উঠতে। কিন্তু নাহ। মৃত্যুর সঙ্গে পেরে উঠলেন না গলফার সিদ্দিকুর রহমানের বাবা মোহাম্মদ আফজাল হোসেন। পাড়ি জমালেন পরলোকে। বুধবার রাতে ক্যান্টনমেন্ট সংলগ্ন মাটিকাটা এলাকার বাসায় ৭৫ বছর বয়সে পৃথিবীর মায়া ত্যাগ করলেন তিনি।
বৃহস্পতিবার (২ এপ্রিল) সকালে জানাজা শেষে মিরপুরের মানিকদি কবরস্থানে চির নিদ্রায় শায়িত হন সিদ্দিকুরের বাবা। পরিবারের ইচ্ছে থাকলেও মাদারীপুরে গ্রামের বাড়ির পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা যায়নি। করোনাভাইরাস সঙ্কটে সেই সিদ্ধান্ত থেকে পিছু হটতে হয় পরিবারের সদস্যদের।
সিদ্দিকুরের বাবা মাটিকাটার বাসায় থাকতেন স্ত্রী ও অন্য তিন ছেলেকে নিয়ে। মৃত্যুর আধা ঘণ্টা আগেও বাবা আফজাল হোসেন ফোনে ছেলে সিদ্দিকুরের খোঁজখবর নেন। হঠাৎ শারীরিক অবস্থার অবনতি ঘটলে দ্রুত রাজধানীর ইউনাইটেড হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।