জুভেন্টাসের জার্সিতে আট মিনিটেই রোনালদোর গোল!

ফুটবল, খেলা

স্পেশাল করেসপন্ডেন্ট,বার্তা২৪.কম | 2023-08-29 01:57:50

সবমিলিয়ে শহরের লোকসংখ্যা হাজার চারেক। কিন্তু ম্যাচ দেখতে স্টেডিয়ামে ভিড় জমায় পাঁচহাজার লোক! যাকে বলে কানায় কানায় পূর্ণ গ্যালারি, সেই দশা। এই ভিড়ের কারণ একটাই। ক্রিশ্চিয়ানো রোনালদো খেলছেন যে! জুভেন্টাসের জার্সিতে এটা ছিল তার প্রথম ম্যাচ। হোক না প্রীতি ম্যাচ, তাতে কি! ইতালির তুরিন শহরের বাইরে ছোট্ট শহর ভিলার পেরোসায় এদিন আলোচনার বিষয় ছিল একটাই-সিআর সেভেন!

রোনালদোও জুভ সমর্থকদের নিরাশ করেননি । জুভেন্টাসের জার্সি গায়ে গোল করতে বেশি সময় নেননি। মাত্র আট মিনিটেই গোল পান রোনালদো। মাঝমাঠ থেকে উড়ে আসা থ্রু ধরেন ফাঁকায় দাড়িয়ে। কয়েক কদম এগিয়ে বল নিয়ে ঢুকে পড়েন ডি বক্সের ভেতর। সামনে কেবল গোলকিপার। ডানপায়ে রোনালদোর জোরালো শটে বল জালে, গো..ও...ল!  জুভেন্টাসের সাদাকালো জার্সি গায়ে রোনালদোর প্রথম গোল। তবে গোল করে খুব একটা বেশি আনন্দে মোহিত হননি রোনালদো। বল জাল থেকে কুড়িয়ে নিয়ে সেন্টারের জন্য পাঠিয়ে দেন। এমনিতেই ম্যাচটা প্রীতি। তার ওপর প্রতিপক্ষ ছিল জুভেন্টাস ‘বি’ দল।

গোলের আসল উৎসব-আনন্দ রোনালদো জমা রেখেছেন ‘আসল’ ম্যাচের জন্য।

জুভেন্টাসের মালিক অ্যাজেনেল্লি পরিবার প্রতিবছর মৌসুম শুরুর আগে এই প্রীতি ম্যাচের আয়োজন করে। রোববারের এই ম্যাচে জুভেন্টাস প্রতিপক্ষ জুভেন্টাস ‘বি’ দলকে হারায় একপেশে ভঙ্গিতে, ৫-০ গোলে।

ম্যাচ শুরুর আগে ভিলার পেরোসা শহর জুড়ে শুধু মানুষ আর মানুষ! শহরের হোটেল, পাব, বার, রেস্তোরায় ফুটবল ভক্ত-সমর্থকদের ভিড়। মিডিয়ারও আর্কষনের কেন্দ্রবিন্দুতে ছিল এই প্রীতি ম্যাচ।

ম্যাচের আট মিনিটে রোনালদোর গোলের পর যখনই বল রোনালদোর পায়ে গেছে তখনই চারপাশের মাঠে খোলা গ্যালারি জুড়ে চিৎকার-রোনালদো, রোনালদো। খানিকবাদে সমর্থকর গানের সুরে শ্লোগান তুলে- ‘রোনালদো আমাদের চ্যাম্পিয়ন্স লিগ এনে দাও!’

মুলত চ্যাম্পিয়ন্স লিগের সেই মিশন পুরো করতেই জুভেন্টাস এবার দলে ভিড়িয়েছে রোনালদোকে। রিয়াল মাদ্রিদ থেকে গত জুলাইয়ে ৯৯.২ মিলিয়ন ইউরোর বিনিময়ে জুভেন্টাসে যোগ দেন পাঁচবারের ব্যালন ডি’ওর জয়ী এই পর্তুগাল তারকা।

ম্যাচের মাঝবিরতির পর আর রোনালদো মাঠে নামেননি। তাতেও বড় হার এড়াতে পারেনি জুভেন্টাস ‘বি’ দল। অ্যাজনেল্লি পরিবার সেই ১৯৫৫ সাল থেকে মৌসুম শুরুর আগে জুভেন্টাসের মুল দলের জন্য এমন প্রীতি ম্যাচের আয়োজন করে আসছে।

এ সম্পর্কিত আরও খবর