চাকরি ছাড়লেন ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী কেভিন রবার্টস

ক্রিকেট, খেলা

স্পোর্টস এডিটর, বার্তা২৪.কম | 2023-08-27 00:57:43

অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ডের চাকরি ছাড়লেন প্রধান নির্বাহী কেভিন রবার্টস। গত কয়েক সপ্তাহ ধরে বোর্ডের সঙ্গে তার যে টানাপোড়েন চলছিল তারই অংশ হিসেবেই চাকরি থেকে পদত্যাগ করলেন তিনি।

বলা হচ্ছে করোনাভাইরাসের এই দুর্যোগময় সময়টায় অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ডকে তিনি ঠিকমতো সামাল দিতে পারেননি। বোর্ডের ভেতর থেকে তাই একটা পরিবর্তনের আওয়াজ উঠে। সেই ধাক্কায় নিজেকে সরিয়ে নিলেন কেভিন রবার্টস।

করোনাভাইরাসের এই সময়টায় অস্ট্রেলিয়ার ক্রীড়াঙ্গনের পদত্যাগের নজির অবশ্য এটাই প্রথম নয়। রাগবি অস্ট্রেলিয়ার শীর্ষ কর্মকর্তা রিয়েলেনে ক্যাসেল ও জাতীয় রাগবি লিগের বড় কর্তা টড গ্রিনবার্গও চাকরি ছেড়ে দিয়েছেন।

ক্রিকেট অস্ট্রেলিয়া কেভিন রবার্টসের পদত্যাগপত্র গ্রহণ করেছে। বোর্ডের প্রধান নির্বাহী হিসেবে নতুন দায়িত্ব পেয়েছেন নিক হকলে। অক্টোবর-নভেম্বরে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রধান কর্মকর্তার দায়িত্ব পালনের পাশাপাশি নিক হকলে এখন সিএ’র প্রধান নির্বাহীর বাড়তি দায়িত্বও পাচ্ছেন। তবে ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) চেয়ারম্যান আর্ল এডিংস জানিয়েছেন- ‘নিক হকলে এখন অন্তর্বর্তীকালীন হিসেবে এই দায়িত্ব পালন করবেন। দ্রুতই এই পদের জন্য স্থায়ী কাউকে নিয়োগ দেওয়া হবে।’

তিন বছরের জন্য সিএ’র সঙ্গে প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে কেভিন রবার্টসের চুক্তি ছিল। সেই চুক্তির মাঝপথ থেকেই কেন চাকরিটা ছেড়ে দিলেন তিনি সেই প্রসঙ্গে বিস্তারিত কোনো ব্যাখ্যা দেননি চেয়ারম্যান আর্ল এডিংস। শুধু জানিয়েছেন- ‘কেভিন মনে করেছে তার এমন সিদ্ধান্ত নেওয়া উচিত, আর বোর্ডও তার সিদ্ধান্ত মেনে নিয়েছে। এখন আমাদের সময় এসেছে নতুন করে নেতৃত্বটা ঢেলে সাজানোর।’

করোনাভাইরাস মহামারীতে ক্রিকেট অস্ট্রেলিয়া আর্থিক ক্ষতির সম্মুখীণ। কেভিন সেই পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ হয়েছেন। মিডিয়ার সামনে কথা-বার্তায় তাকে অনেক বেশি নার্ভাস দেখা গেছে। আর তাতেই সিএ’র শীর্ষ কর্তারা তার ওপর আত্মবিশ্বাস হারিয়ে বসে।

টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের বিষয়টা এখনো সুতোয় ঝুলছে। তবে কেভিন রবার্টস গত মাসের শেষের দিকে বলেন- ‘অস্ট্রেলিয়ায় এই বিশ্বকাপের আয়োজন করাটা এখন অনেক বড় ঝুঁকি।’

তার এই মন্তব্যটাও ক্রিকেট অস্ট্রেলিয়ার পছন্দ হয়নি। সবকিছু মিলিয়ে কঠিন পরিস্থিতিতে তার নেতৃত্ব সিএ’র মনপুত হয়নি। আর তাই বিদায় করে দেওয়ার আগে নিজেই চাকরিটা ছেড়ে দেওয়ার মতো ‘বুদ্ধিদ্বীপ্ত’ সিদ্ধান্ত নিয়েছেন কেভিন রবার্টস।

এ সম্পর্কিত আরও খবর