করোনায় মারা গেলেন বলিভিয়ার ফুটবল প্রেসিডেন্ট

ফুটবল, খেলা

স্পোর্টস এডিটর, বার্তা২৪.কম | 2023-08-28 02:13:49

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন বলিভিয়ার ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট সিজার স্যালিনাস। চলতি মাসের শুরুতে করোনায় আক্রান্ত হয়ে তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। গত রোববার, ১৯ জুলাই বলিভিয়ার ফুটবল ফেডারেশন জানায়-লড়াইয়ে হেরে গেছেন স্যালিনাস। তার বয়স হয়েছিল ৫৮ বছর।

২০১৮ সাল থেকে স্যালিনাস বলিভিয়ার ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্টের চেয়ারে ছিলেন। বলিভিয়ার ফুটবলের শক্ত ভিত্তিটা তৈরি করে দিয়েছে শতাব্দি প্রাচীন লা পাজের ফুটবল ইনস্টিটিউট ‘দ্যা স্ট্রংগেষ্ট’। এই ইনস্টিটিউটের পরিচালক ছিলেন স্যালিনাস।  দ্যা স্ট্রংগেষ্ট ক্লাবের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন স্যালিনাসের স্ত্রী। তিনিও করোনায় আক্রান্ত হয়েছেন।

বলিভিয়ার অর্ন্তবর্তীকালিন প্রেসিডেন্ট দেশের ফুটবল ফেডারেনের সভাপতির এই মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।

বলিভিয়ায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৯, ৫৮২ জন। এখন পর্যন্ত মারা গেছেন ২,১৫১ জন।

এ সম্পর্কিত আরও খবর