গুগল ম্যাপসেও এবার গোপনীয়তা রক্ষা

আইসিটি সংবাদ, টেক

টেক ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-24 21:42:00

ইন্টারনেটে জগতে একজন ইউজার তার পরিচয় গোপন রাখতে ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক (ভিপিএন) বা ব্রাউজার থেকে ইনকগনিটো ফিচারটি ব্যবহার করেন। এ জন্য গুগল ক্রোমের এই ফিচারটি বেশ জনপ্রিয়। তারই ধারাবাহিতায় এবার গুগল ম্যাপস সার্ভিসেও ইনকগনিটো মুড চালু করেছে প্রতিষ্ঠানটি।

অ্যান্ড্রয়েড পুলিশের প্রতিবেদন অনুযায়ী, গুগলের সাপোর্ট পেজে ম্যাপের নতুন ফিচারটি সম্পর্কে ঘোষণা দিয়েছে। যা গুগল ক্রোমের ইনকগনিটো মুড ফিচারটির মতোই কাজ করবে।

আরও পড়ুন: পথ ভুলে গেলে বার্তা পাঠাবে গুগল ম্যাপস

গুগল সাপোর্ট পেজের বিবৃতি অনুযায়ী, ম্যাপে ইনকগনিটো মুড সচল করলে- একজন ইউজার ম্যাপে কি সার্চ করছেন, কোথায় যাচ্ছেন এসব তথ্য গুগলের অ্যাকাউন্টে সেভ থাকবে না। অর্থাৎ ইউজার তার ডিজিটাল ফুটপ্রিন্ট বা পদচিহ্ন না রেখেই গোপনীয়তা রক্ষা করে গুগল ম্যাপস সার্ভিস ব্যবহার করতে পারবেন।



নতুন এই ফিচারটি অন করতে গুগল ম্যাপস অ্যাপে প্রোফাইল পিকচারে ট্যাপ করে ‘টার্ন অন ইনকগনিটো মুড’ অপশনটি সিলেক্ট করতে হবে। আগামী কয়েক দিনের মধ্যে বিশ্বব্যাপী অ্যান্ড্রয়েড ইউজাররা ফিচারটি ব্যবহার করতে পারবেন। তবে আইফোন ইউজার কিংবা আইওএস ডিভাইসে এই ফিচারটি পাওয়া যাবে কি না তা জানা যায়নি।

এ বছরের মে মাসে গুগলের আই/ও সম্মেলনে গুগল ম্যাপসে ইনকগনিটো মুড ফিচারটি সম্পর্কে বলা হয়েছিল।
 
সূত্র: টেকক্রাঞ্চ

আরও পড়ুন: ভুয়া তথ্যের ভাণ্ডার গুগল ম্যাপস!

 

এ সম্পর্কিত আরও খবর