ট্যুরিজম মিডিয়া ফেলোশিপ পেলেন বার্তার সিরাজ
পর্যটন শিল্পের বিকাশে ভূমিকা রাখায় ট্যুরিজম মিডিয়া ফেলোশিপ পেলেন বার্তাটোয়েন্টিফোর.কমের স্পেশাল করেসপন্ডেন্ট সেরাজুল ইসলাম।
বুধবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী ফেলোশিপ প্রাপ্ত সাংবাদিকদের হাতে সনদ ও চেক তুলে দেন।
বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সহায়তায় এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ (এটিজেএফবি) এ অনুষ্ঠানের আয়োজন করে।
এ সময় উপস্থিত ছিলেন-বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মহিবুল হক, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. ভুবন চন্দ্র বিশ্বাস, এটিজেএফবি সভাপতি নাদিরা কিরণ, সাধারণ সম্পাদক তানজিম আনোয়ারসহ অনেকে।
ট্যুরিজম ফেলোশিপ-২০১৯ এ বছর মোট ১০ জন সাংবাদিককে এ পুরস্কার দেওয়া হয়েছে। সেরাজুল ইসলাম সিরাজ ছাড়াও ফেলোশিপ পেয়েছেন ফিন্যানশিয়াল এক্সপ্রেসের কামরুন নাহার, সমকালের কামরান সিদ্দিকী, ইনকিলাবের হাসান সোহেল, বিটিভির খালিদ আহসান, ইন্ডিপেন্ডেন্ট টিভির আশিক হোসেন, এসএ টিভির এম এম বাদশাহ, চ্যানেল২৪ এর মাহফুজ কামাল, মাই টিভির রাকিব হাসান ও বাংলানিউজটোয়েন্টিফোর.কমের মফিজুল সাদিক।
সেরাজুল ইসলাম সিরাজের ‘বাংলাদেশকে জানার সুযোগ তৈরি করবে জেলা ব্র্যান্ডিং’ ও ‘পর্যটন মানচিত্র পাল্টে দেবে পদ্মা সেতু’ শীর্ষক দু'টি প্রতিবেদন ফেলোশিপের জন্য মনোনীত হয়।