শেখ হাসিনার জন্মদিনে জাবি ছাত্রলীগের আনন্দ র‍্যালি ও বৃক্ষরোপণ

  • জাবি করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম
  • |
  • Font increase
  • Font Decrease

জাবি ছাত্রলীগের আনন্দ র‍্যালি, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

জাবি ছাত্রলীগের আনন্দ র‍্যালি, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩তম জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে আনন্দ র‍্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।

শনিবার (২৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বর থেকে আনন্দ র‍্যালিটি শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শেখ হাসিনা হলের সামনে গিয়ে বৃক্ষরোপণের মধ্যে দিয়ে শেষ হয়।

বিজ্ঞাপন

বৃক্ষরোপণ শেষে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মো. জুয়েল রানা বলেন, ‘ছাত্রলীগের অভিভাবকের জন্মদিনের শুভেচ্ছা ও দীর্ঘ আয়ু কামনা করছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্নকে বাস্তবে রূপদানের জন্য ঐক্যবদ্ধ হয়ে কাজ করার অঙ্গিকার নিতে হবে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পেয়ে আমরা গর্বিত।’

প্রসঙ্গত, ১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন শেখ হাসিনা। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছার জ্যেষ্ঠ সন্তান।

বিজ্ঞাপন

১৯৭৫ সালের ১৫ আগস্ট রাতে বঙ্গবন্ধুসহ তার পরিবারের অন্য সদস্যরা ঘাতকদের গুলিতে নিহত হলেও বিদেশে অবস্থান করায় প্রাণে বেঁচে যান শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা।