আল-কায়েদা নেতা আসিম উমর নিহত

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম
  • |
  • Font increase
  • Font Decrease

আল-কায়েদার দক্ষিণ এশীয় শাখার নেতা আসিম উমর, ছবি: সংগৃহীত

আল-কায়েদার দক্ষিণ এশীয় শাখার নেতা আসিম উমর, ছবি: সংগৃহীত

মার্কিন-আফগান যৌথ অভিযানে আল-কায়েদার দক্ষিণ এশীয় শাখার নেতা আসিম উমর নিহত হয়েছেন।

মঙ্গলবার (৮ অক্টোবর) আফগান নিরাপত্তা অধিদফতর এক টুইটবার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

আফগান নিরাপত্তা অধিদফতর জানায়, দক্ষিণ আফগানিস্তানের হেলমান্দ প্রদেশের মুসা কালায় ২৩ শে সেপ্টেম্বর মার্কিন-আফগান যৌথ অভিযানে ভারতীয় উপমহাদেশের (একিউআইএস) আল কায়দার নেতৃত্বদানকারী আসিম উমর নিহত হয়েছেন। এ সময় আইএসের আরও ৬ জন সদস্য নিহত হয়। নিহত সদস্যদের বেশিরভাগই পাকিস্তানি ছিল বলে জানায়। বিবৃতির সঙ্গে নিরাপত্তা অধিদফতর আসিম উমরের জীবিত ও মৃত দুই অবস্থারই ছবি শেয়ার করেছে।

নিরাপত্তা অধিদফতর আরও জানায়, ওই অভিযানের সময় অন্তত ৪০ জন সাধারণ নাগরিকও নিহত হয়েছেন। তবে এ বিষয়ে মার্কিন ও আল-কায়েদা কারও পক্ষ থেকে আসিমের মৃত্যুর কোন নিশ্চয়তা পাওয়া যায়নি।

বিজ্ঞাপন