ইঞ্জিন লাইনচ্যুত, ময়মনসিংহে রেল যোগাযোগ বন্ধ

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ময়মনসিংহ
  • |
  • Font increase
  • Font Decrease

ইঞ্জিন লাইনচ্যুত, ময়মনসিংহে রেল যোগাযোগ বন্ধ, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

ইঞ্জিন লাইনচ্যুত, ময়মনসিংহে রেল যোগাযোগ বন্ধ, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

ট্রেনের ইঞ্জিনকে স্টেশন থেকে লোকোশেডে টেনে নেওয়ার কাজে ব্যবহৃত ইঞ্জিনটি (শান্টিং ইঞ্জিন) ময়মনসিংহ রেলওয়ে জংশন স্টেশনের কাছে কৃষ্টপুর এলাকায় লাইনচ্যুত হয়েছে। এতে বন্ধ রয়েছে ময়মনসিংহ থেকে ভৈরব, জারিয়া ও মোহনগঞ্জ রুটে রেল যোগাযোগ।

রোববার (১৩ অক্টোবর) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওইসব রুটে ট্রেন চলাচল বন্ধ থাকার ফলে যাত্রীদের পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ।

বিজ্ঞাপন

ময়মনসিংহ রেলওয়ে স্টেশন সুপার জহিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, শান্টিং করার সময় হঠাৎ বিকট শব্দে ইঞ্জিনের ৬টি চাকা লাইন থেকে পড়ে যায়। খবর পেয়ে কেওয়াটখালী লোকোশেড থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছে। এ ঘটনায় ভৈরব, জারিয়া ও মোহনগঞ্জ রুটে রেল যোগাযোগ বন্ধ থাকলেও ঢাকাসহ অন্যান্য রুটে যোগাযোগ স্বাভাবিক রয়েছে।

দ্রুত মেরামত শেষ করে ওই রেলপথগুলোতে ট্রেন চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে বলেও জানান তিনি।

বিজ্ঞাপন