সীতাকুণ্ড শিপইয়ার্ডে গ্যাস আক্রান্ত হয়ে দুই শ্রমিকের মৃত্যু

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, চট্টগ্রাম
  • |
  • Font increase
  • Font Decrease

সীতাকুণ্ডের কুমিরার শিপইয়ার্ড, ছবি: সংগৃৃহীত

সীতাকুণ্ডের কুমিরার শিপইয়ার্ড, ছবি: সংগৃৃহীত

চট্টগ্রাম জেলার সীতাকুণ্ডের কুমিরায় একটি পুরাতন শিপইয়ার্ডে গ্যাস আক্রান্ত হয়ে দুই শ্রমিক নিহত হয়েছেন।

শনিবার (১২ অক্টোবর) রাতে কুমিরা উপকূলে অবস্থিত 'ও ডব্লিউ ডব্লিউ ট্রেডিং অ্যান্ড শিপ ব্রেকিং’ নামে একটি জাহাজে এ দুর্ঘটনা ঘটেছে।

বিজ্ঞাপন

নিহত দুই শ্রমিক হলেন- সাইফুল (২৬) এবং মাসুদ (২২)। তার বাড়ি সীতাকুণ্ডের বাড়বকুণ্ড ইউনিয়নে। অপরদিকে সাইফুলের বাড়ি নওগাঁয়। তারা দুইজনই ফিটার হিসেবে কাজ করতেন বলে জানা গেছে।

সীতাকুণ্ড থানার ওসি (তদন্ত) শামীম শেখ বলেন, 'শ্রমিকেরা জাহাজের ইঞ্জিনরূমে কাজ করার সময় আগুন ধরার ফলে ইঞ্জিন রুম ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়। এতে দুই শ্রমিক গ্যাস আক্রান্তে দমবন্ধ হয়ে অসুস্থ হয়ে পড়লে রাতেই তাদের মৃত্যু হয়।'

বিজ্ঞাপন

চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির এএসআই আব্দুল হামিদ জানান, রাত সাড়ে ৯টার দিকে সীতাকুণ্ডের কুমিরার শিপইয়ার্ডে গ্যাস আক্রান্ত দুই শ্রমিককে আনা হলে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।

নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক মো. আমির হোসেন।