ক্রোয়েশিয়ার বিপক্ষে খেলতে চায় ভারত
২০১৮ রাশিয়া বিশ্বকাপের রানার্স-আপ ক্রোয়েশিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে চায় ভারত। এনিয়ে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (এআইএফএফ) ও ক্রোয়েশিয়া ফুটবল ফেডারেশন সম্প্রতি আলোচনা করেছে।
পুরো ব্যাপারটা এখনো আলোচনার টেবিলেই রয়ে গেছে। দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি। সব কিছু ঠিকঠাক থাকলে আন্তর্জাতিক ফুটবলের উইন্ডো ২৩ থেকে ৩১ মার্চের মধ্যে কোনো একদিন দুদলের মাঝে একটি প্রীতি ম্যাচ হতে পারে।
এআইএফএফ জেনারেল সেক্রেটারি কুশল দাস সম্প্রতি ক্রোয়েশিয়ার রাজধানী জাগরেব সফরে দেশটির ফুটবল ফেডারেশনের প্রধান দাভর সুকারের সঙ্গে সাক্ষাৎ করেন। ভারতের বর্তমান ফুটবল কোচ ইগর স্তিম্যাক ক্রোয়েশিয়ার সাবেক খেলোয়াড়। বৈঠকে তিনিও ছিলেন।
আগামী নভেম্বর দুপক্ষ ফের আলোচনায় বসবে। এরপরই পুরো বিষয়টা পরিষ্কার হয়ে যাবে।
এর আগে চীনের বিপক্ষে প্রীতি ম্যাচে গোল শূন্য করেছে ভারত।