ড্রাগন মশার কয়েলের কারখানা সিলগালা
অবৈধভাবে ড্রাগন ব্র্যান্ডের মশার কয়েল উৎপাদন এবং বাজারজাত করে আসছিল সুনন ইন্টারন্যাশনাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড নামে একটি কোম্পানি। এ অপরাধে ওই কোম্পানির মালিককে তিন লাখ টাকা জরিমানা করার পাশাপাশি বিপুল কয়েলসহ কারখানাটি সিলগালা করে দিয়েছে বিএসটিআই।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) রাজধানীর কেরানীগঞ্জ উপজেলার রুহিতপুর বিসিক শিল্পনগরীতে অবস্থিত এ কারখানাটি সিলগালা করে দেয়।
বিএসটিআইয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, পণ্যের মান সনদ না নিয়ে অবৈধভাবে মশার কয়েল উৎপাদন এবং বাজারজাত করে আসছিল সুনন ইন্টারন্যাশনাল। প্রতিষ্ঠানটি বিএসটিআই থেকে পণ্যের গুণগত মান যাচাই না করেই অবৈধভাবে বিএসটিআইয়ের মানচিহ্ন ব্যবহার করে আসছিল। বৃহস্পতিবার বিএসটিআইয়ের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে প্রতিষ্ঠানটির এমন অবৈধ কর্মকাণ্ড ধরা পড়ে। এ অপরাধে উক্ত প্রতিষ্ঠানের মালিকের বিরুদ্ধে বিএসটিআই আইন-২০১৮ এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে। এছাড়া মালিককে তিন লাখ টাকা জরিমানা করে কারখানা সিলগালা করে দেওয়া হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট রাশিদা আক্তারের নেতৃত্বে পরিচালিত বিএসটিআইয়ের ভ্রাম্যমাণ আদালতের এ অভিযানে তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়।
এ অভিযানে বিএসটিআইয়ের ফিল্ড অফিসার সিকান্দার মাহমুদ উপস্থিত ছিলেন। জনস্বার্থে এমন অভিযান আরও জোরদার করা হবে বলেও জানানো হয়।