সংস্কৃত ভাষায় গাগার টুইট নিয়ে হইচই

  • বিনোদন ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম
  • |
  • Font increase
  • Font Decrease

লেডি গাগা

লেডি গাগা

‘লোকাহ সামাস্থা সুখিনো ভাবানতু’ এই চারটি শব্দ লিখে গত ২০ অক্টোবর সামাজিক যোগাযোগ মাধ্যমে টুইটারে একটি পোস্ট করেছেন লেডি গাগা। যার অর্থ হলো- ‘যে যেখানেই থাকুক সকলেই যেন মুক্ত এবং সুখে থাকে।’

আমেরিকান সংগীতশিল্পী হয়ে এই সংস্কৃত মন্ত্রটি লিখে হইচই ফেলে দিয়েছেন লেডি গাগা। রীতিমতো ভাইরাল হয়ে গেছে তার টুইটটি। এখনও পর্যন্ত এতে লাইক পড়েছে এক লাখ ৩৫ হাজার। কমেন্ট করেছেন পৃথিবীর বিভিন্ন প্রান্তের ৩৩ হাজার মানুষ।

বিজ্ঞাপন

মন্তব্য করে একজন লিখেছেন, ‘দেশি গাগা’। আরেকজন লিখেছেন, ‘অসাধারণ।’

বিজ্ঞাপন

২০১১ সালে ভারত সফরে গিয়েছিলেন লেডি গাগা। ধারণা করা হচ্ছে, সেখানকার নারীদের থেকেই এই সংস্কৃত মন্ত্র শিখেছেন গাগা।