প্রতারণার উদ্দেশে ‘ক্যারিয়ার বিডি’র বিজ্ঞাপন

  • স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

‘ক্যারিয়ার বিডি লিমিটেড প্রকল্পের মাধ্যমে বিদ্যুৎ বিভাগে চাকরি’ শিরোনামে বিভিন্ন পদে ১৯০ জন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। যা দৈনিক জনকণ্ঠে মার্চের ১৯ তারিখে প্রকাশিত হয়।

এ বিজ্ঞপ্তির সঙ্গে বিদ্যুৎ বিভাগের কোনো সম্পর্ক নেই। দেশের নিরীহ মানুষের সঙ্গে প্রতরণা করাই এর উদ্দেশ্য বলে দাবি করেছে বিদ্যুৎ বিভাগ।

বিজ্ঞাপন

‘ক্যারিয়ার বিডি লিমিটেডে’র এ হীন প্রচেষ্টার সঙ্গে জড়িতদের সুনির্দিষ্ট তথ্যসহ নিকটস্থ আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থায় বা থানায় এবং বিদ্যুৎ বিভাগের ৯৫১৩৩৬৪ নম্বরে অথবা [email protected] ই-মেইলে জানানোর জন্য অনুরোধ করেছে বিদ্যুৎ বিভাগ।

এছাড়া গত ১৯ মার্চ দ্যা ডেইলি স্টার ও দৈনিক আমাদের সময় পত্রিকায় প্রকাশিত বিদ্যুৎ বিভাগের বিভিন্ন পদে ১৭টি শূন্য পদ পূরণের জন্য দেওয়া বিজ্ঞপ্তি অনুসারে নিয়োগ কার্যক্রম চলমান রয়েছে বলে জানানো হয়েছে।

বিজ্ঞাপন