পরিকল্পিত শিল্প এলাকা ছাড়া গ্যাস-বিদ্যুৎ সংযোগ নয়

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন প্রতিমন্ত্রী নসরুল হামিদ, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন প্রতিমন্ত্রী নসরুল হামিদ, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

পরিকল্পিত শিল্প এলাকা ছাড়া গ্যাস ও বিদ্যুৎ সংযোগ দেওয়া হবে না বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী গতকাল অনুশাসন দিয়েছেন, যেখানে সেখানে শিল্প এলাকা করা যাবে না। আমরা আজ জেলা প্রশাসকদের বলেছি, আমরা কেবলমাত্র পরিকল্পিত শিল্প এলাকা ছাড়া কোথাও গ্যাস ও বিদ্যুৎ সংযোগ দেব না, এটা একদম স্পষ্ট। যারা এখন থেকে শিল্প এলাকা করতে যাবেন বা করে ফেলেছেন তাদেরও নতুন করে চিন্তা ভাবনা করতে হবে।’

বিজ্ঞাপন

সোমবার (১৫ জুলাই) সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে জেলা প্রশাসকদের সঙ্গে অধিবেশন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

তিনি বলেন, ‘বিদ্যুৎ ও জ্বালানির ব্যাপারে জেলা প্রশাসকরা সন্তুষ্ট। কিন্তু এখানে প্রি-পেইড মিটারের বিষয়টি আলোচনায় এসেছে। এটি নিয়ে মাঠ পর্যায়ে কিছু সমস্যা আছে, সেটি আমরা দেখব। নতুন টেকনোলজি হওয়ায় স্বাভাবিকভাবে কিছু সমস্যা হবে, সেগুলো আমরা দেখব।’

বিজ্ঞাপন

‘বিদ্যুতের সঞ্চালন লাইনের জন্য ভূমি অধিগ্রহণের নীতিমালা তৈরি হচ্ছে। আমরা বলেছি, দ্রুত নীতিমালা তৈরি করব,’ যোগ করেন প্রতিমন্ত্রী।

প্রতিমন্ত্রী জানান, দেশে বর্তমানে বিদ্যুতের বকেয়া বিল প্রায় ১৪শ’ কোটির মতো, গ্যাস বিলও বকেয়া রয়েছে অনেক। তেল-গ্যাস-বিদ্যুতে প্রায় আট থেকে নয় হাজার কোটি টাকা বকেয়া রয়ে গেছে। যারা বিদ্যুৎ বিল দেবেন না, তাদের বিদ্যুৎ সংযোগ কেটে দিতে বলেছেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, ‘বিদ্যুৎ ও গ্যাসের ক্ষেত্রে ইকোনমিক জোনই শুধু নয়, বিসিকেরও পরিকল্পিত শিল্প এলাকা আছে। পরিকল্পিত শিল্প এলাকা ছাড়া ও সরকারের অনুমোদন ছাড়া কোথাও গ্যাস বা বিদ্যুতের সংযোগ দেওয়া যাবে না। যেখানে সেখানে অনুমোদন ছাড়া কেউ করলে তাদের লাইন কেটে দেওয়া হবে। যারা অপরিকল্পিত শিল্প এলাকা করে ফেলেছেন, ধীরে ধীরে তারা বুঝতে পারবেন। অপরিকল্পিতভাবে করার কারণে আনইন্টারেপটেড পাওয়ার, নিরবিচ্ছিন্ন গ্যাস দিতে সমস্যা হচ্ছে। তারা ইচ্ছা করলে ভবিষ্যতে পরিকল্পিত শিল্প এলাকায় শিফট করতে পারেন।’