বিজিএমইএ সভাপতিকে চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেয়ার প্রস্তুতি চলছে

  • স্টাফ করেসপন্ডেন্ট
  • |
  • Font increase
  • Font Decrease

ঢাকা: বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি সিদ্দিকুর রহমানকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেয়ার প্রস্তুতি চলছে। তিনি বুধবার (৮ আগস্ট) রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন। বর্তমানে তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন।

অসুস্থ সিদ্দিকুর রহমানের খোঁজ-খবর রাখছে দেশের ব্যবসায়ী সমাজের প্রধান সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)। সংগঠনটির সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন বার্তা২৪.কমকে জানান, সিদ্দিকুর রহমানের স্বাস্থ্যের বিষয়ে ডাক্তাররা সার্বক্ষণিক তদারকি করছেন। ইতোমধ্যে তার উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যোগাযোগ করা হয়েছে। সেখানে যেতে দেশের মধ্যে যেসব নিয়ম রয়েছে তা দ্রুত পূরণ করা হচ্ছে।’

বিজ্ঞাপন

এফবিসিসিআই সভাপতি বলেন, ‘সাধারণ বিমান বা এয়ার অ্যাম্বুলেন্সে কীভাবে নিতে হবে তা ডাক্তার বলবেন। আমাদের দিকে থেকে সব কাজ ঠিক করে রাখা হচ্ছে। তার সুস্থতার জন্য দোয়া প্রয়োজন। আল্লাহ যেন তাকে দ্রুত সুস্থ করে দেন।’