সিঙ্গাপুর নেয়া হচ্ছে বিজিএমইএ সভাপতিকে

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ঢাকা: হৃদরোগে আক্রান্ত বাংলাদেশ তৈরি পোশাক প্রস্ততকারক ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি সিদ্দিকুর রহমানকে উন্নত চিকিৎসার জন্য শুক্রবার (১০ আগস্ট) বিকাল ৫টায় এয়ার অ্যাম্বুলেন্স যোগে সিঙ্গাপুরে পাঠানো হচ্ছে।

বিষয়টি বার্তা২৪.কমকে নিশ্চিত করেছেন, ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন।

বিজ্ঞাপন

তিনি জানান, গত বুধবার (৮ আগস্ট) রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। ডাক্তার পরামর্শে এখন সিদ্দিকুর রহমানকে সিঙ্গাপুরে পাঠানো হচ্ছে। বিকাল ৫টায় এয়ার অ্যাম্বুলেন্স যোগে যাত্রা করবেন। তার সঙ্গে একজন চিকিৎসক ও একজন নিকট আত্নীয় থাকবেন।

এফবিসিসিআই সভাপতি বলেন, ব্যবসায়ীদের এ নেতা যাতে দ্রুত সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফেরেন সেজন্য ব্যবসায়ী সমাজ এবং দেশবাসীর নিকট দোয়া কামনা করছি।

বিজ্ঞাপন