ব্রাজিলের নির্বাচনে প্রথম রাউন্ড জিতলেন বোলসোনারো

  • আন্তর্জাতিক ডেস্ক,বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ব্রাজিলের ডানপন্থী স্যোশাল লিবার্টি পার্টির জাইর বোলসোনারো।

ব্রাজিলের ডানপন্থী স্যোশাল লিবার্টি পার্টির জাইর বোলসোনারো।

ব্রাজিলের রাষ্ট্রপতি নির্বাচনের প্রথম রাউন্ডে জয়লাভ করেছেন ডানপন্থী স্যোশাল লিবার্টি পার্টির জাইর বোলসোনারো।

ভোটের দ্বিতীয় রাউন্ডে এই ডানপন্থী নেতা মুখোমুখি হবেন বামপন্থী ফার্নান্দো হাদ্দাদের। এখন দেখার বিষয় শেষ হাসিটা হাসবেন কেন। কার গলায় পড়বে জয়ের মালা। আর এই জয়ের মালার জন্য ৫০ শতাংশের বেশি ভোট প্রয়োজন হবে  প্রার্থীদের।

বিজ্ঞাপন

তবে এই নির্বাচনে সকল ভোট গণনার পর জাইর বোলসোনারো পেয়েছেন ৪৬ শতাংশ ভোট ও হাদ্দাদ পেয়েছেন ২৯ শতাংশ।

কিন্তু দেশটির বিভিন্ন জরিপ ও বিশেষজ্ঞরা বলছেন দ্বিতীয় রাউন্ডের নির্বাচনে দুইজনের ভোটের গণনায় হতে পারে টাই।

বিজ্ঞাপন

আর তাই ইতিমধ্যে সংশ্লিষ্টরা ভোটের নানা বিষয় নিয়ে শুরু করেছেন আলোচনা সমালোচনা। কেউবা বলছেন আশার কথা। কেউবা আবার তুলেছেন নানা শঙ্কার বিষয়।

জাইর বোলসোনারো ইতোমধ্যেই বলেছেন যদি, ইলেকট্রনিক ভোটিং সিস্টেমে কোনো সমস্যা না হয় তাহলে জয়ী হবেন তিনিই।

ব্রাজিলের নির্বাচন কর্তৃপক্ষ বলছেন, কোনো বড় ধরনের অপ্রীতিকর পরিস্থিতি ছাড়াই নির্বাচন কার্যক্রম চলছে শান্তিপূর্ণভাবেই। কোনো অনিয়মের সুযোগ নেই প্রেসিডেন্ট নির্বাচনে।

অন্যদিকে দেশের গণতন্ত্রকে সঠিক পথে পরিচালনা জন্য এই নির্বাচন জনগণের কাছে একটি বড় সুযোগ বলে মন্তব্য করেছেন ফার্নান্দো হাদ্দাদ।