সব বিক্রি করে ৮০ দেশে ভ্রমণ অবসরপ্রাপ্ত দম্পতির

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪
  • |
  • Font increase
  • Font Decrease

ভ্রমণে থাকাকালীন একটি রেস্টুরেন্টের সামনে ডেবি ও মাইকেল / ছবিঃ সংগৃহীত

ভ্রমণে থাকাকালীন একটি রেস্টুরেন্টের সামনে ডেবি ও মাইকেল / ছবিঃ সংগৃহীত

দেশ বিদেশে ভ্রমণের জন্য নিজেদের অর্জিত সব সম্পদ বিক্রি করে দিয়েছেন চাকরি থেকে অবসর নেয়া যুক্তরাষ্ট্রের এক দম্পতি।

২০১৩ সালে চাকরি থেকে অবসর নেন যুক্তরাষ্ট্রের দম্পতি ডেবি (৬২) এবং মাইকেল (৭২)। অবসরের পর থেকে এখন পর্যন্ত এ দম্পতি ৮০ টি দেশে ভ্রমণ করেছেন।

বিজ্ঞাপন

বুধবার (২৮ নভেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি’র এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করে।

ভ্রমণের জন্য এ দম্পতি নিজেদের জীবনের অর্জিত সকল সম্পদ বিক্রি করে দিয়েছন। নিজেদের স্থায়ী বাসস্থান, গাড়ি ও নৌকা কোন কিছুই তাঁদের জন্য অবশিষ্ট রাখেনি বলে প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়।

বিজ্ঞাপন

নিজেদের জমানো অর্থও ভ্রমণের পেছনে খরচ করছেন চাকরি থেকে অবসরে যাওয়া ডেবি ও মাইকেল।

২০১৩ সাল অবসরের পর প্রতি রাতে এই দম্পতিকে প্রতি রাতে থাকার জন্য গুণতে হয়েছে ৯০ মার্কিন ডলার। বসবাসের বাড়ি বিক্রি করার কারণে এখন রাস্তার পাশের অস্থায়ী ভাড়া বাড়িগুলোই এ দম্পতির একমাত্র সম্বল।

তবে এত কোন হতাশা আব আফসোস নেই তাঁদের। বিভিন্ন দেশ ভ্রমণের পাশাপাশি অবসরের পর মানুষ যে কতটা উপভোগ করতে পারে এর রোল মডেল তৈরি করেই আনন্দিত মাইকেল ও ডেবি।

কিন্তু এখানেই শেষ নয়। এ দম্পতির ভ্রমণ চলমান থাকবে বলেও প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়।