ক্রাইস্টচার্চে মসজিদে হামলা

নীরবতায় নিহতদের স্মরণ, মুসলিম পোশাকে নারীরা

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ঠিক এক সপ্তাহ আগে নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ মসজিদে হামলার ঘটনায় নিহতদের স্মরণ করলেন দেশটির জনগণ। দুই মিনিট নীরবতা পালনের মাধ্যমে বর্বর এই হামলায় নিহতদের স্মরণ করা হয়।

শুক্রবার (২২ মার্চ) ক্রাইস্টচার্চের আল-নূর মসজিদের সামনে সমবেত হন হাজারো সাধারণ জনতা। এতে যোগ দেন দেশটির প্রধানমন্ত্রী আর্ডান।

বিজ্ঞাপন

রাষ্ট্রীয় টেলিভিশন, রেডিওতে আজানের পরই এই নীরবতা শুরু হয় বলে দেশটির সংবাদমাধ্যমগুলো নিশ্চিত করে। মুসলিম পোশাকের সাথে সংহতি প্রকাশ করে নারীরা হিজাব পরে ক্রাইস্টচার্চ মসজিদ এলাকায় সমবেত হন।

এ সময় নামাজ পরিচালনাকারী ইমাম গামাল ফৌদা বলেন, ‘এই হামালায় আমাদের হৃদয় ভেঙেছে কিন্তু আমরা ভেঙে পড়িনি।‘

তিনি বলেন, ‘এই হামলার পরেও আমরা বেঁচে আছি। কোন কিছুই আমাদের মধ্যে ফাটল তৈরি করতে পারবে না।

বিজ্ঞাপন

উল্লেখ্য, গত শুক্রবার (১৫ মার্চ) ক্রাইস্টচার্চের দুটি মসজিদে বন্দুক হামলার ঘটনা ঘটে। এতে নামাজ পড়তে আসা ৫০ জন মুসলিম প্রাণ হারায়। অর্ধশতাধিক আহত হয়েছেন। হামলাকারী ব্রেন্টন হ্যারিসন টারান্টকে আটক করে দেশটির পুলিশ। সে বর্তমানে পুলিশের রিমান্ডে রয়েছে। তার বিরুদ্ধে আইনের সর্বোচ্চ প্রয়োগ করা হবে বলে আগেই জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী।

এদিকে এই হামলার পর অস্ত্র আইনে পরিবর্তন আনে নিউজিল্যান্ড সরকার। সেমি-আটোমেটিক অস্ত্রের ওপর নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।