রাজবাড়ীতে হজযাত্রীদের দিনব্যাপী প্রশিক্ষণ

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রাজবাড়ী
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

মক্কা মদিনায় অবস্থাকালীন সময় মূল কাজে কোনো ধরনের বিঘ্ন না ঘটে এবং সুস্থ শরীর ও মন নিয়ে সঠিকভাবে হজ সম্পন্ন করতে পারে, সেই লক্ষ্যে দিনব্যাপী প্রশিক্ষণ আয়োজন করা হয়েছে।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে রাজবাড়ীতে ২০১৯ সালের সরকারি ও বেসরকারি পর্যায়ের হজ যাত্রীদের নিয়ে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।

বিজ্ঞাপন

ইসলামিক ফাউন্ডেশন রাজবাড়ীর ব্যবস্থাপনায় দিনব্যাপী প্রশিক্ষণটি মঙ্গলবার (২৮ মে) সকাল ৯টায় রাজবাড়ী পৌরসভা মিলনায়তনে অনুষ্ঠিত হবে।

হজযাত্রীদের দিনব্যাপী প্রশিক্ষণের বিষয়টি নিশ্চিত করে ইসলামিক ফাউন্ডেশন রাজবাড়ী কার্যালয়ের উপ-পরিচালক মো. তোজাম্মেল হক বার্তা২৪.কমকে জানান, হাজীদের মক্কা-মদিনায় অবস্থাকালীন সময় যে বিষয়গুলো মেনে চলা উচিত এবং যে কাজ করা জরুরি, দিনব্যাপী প্রশিক্ষণে সে বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে।

বিজ্ঞাপন

দিনব্যাপী প্রশিক্ষণে ইসলামিক ফাউন্ডেশন রাজবাড়ীর এই কর্মকর্তা জেলার পাঁচটি উপজেলা বালিয়াকান্দি, পাংশা, কালুখালী, গোয়ালন্দ ও সদর উপজেলার সকল নিবন্ধিত ও তালিকাভুক্ত হজযাত্রীদের যথাসময়ে উপস্থিত থেকে হজবিষয়ক প্রশিক্ষণে অংশগ্রহণ করার জন্য অনুরোধ জানিয়েছেন।