ডাস্টবিনে মিলল ১৬ কুকুরছানার মৃতদেহ
খবরের কাগজে প্রায় দেখা যায় বিভিন্ন জায়গা থেকে মানুষের মৃত দেহ উদ্ধার। তবে এবার মানুষের নয় উদ্ধার করা হলো কুকুরছানার মৃতদেহ! কলকাতায় শিয়ালদহ স্টেশনের কাছে নীলরতন মেডিক্যাল কলেজ হাসপাতালে রোববারে (১৩ জানুয়ারি) রহস্যজনক ভাবে মিলল ১৬টি কুকুরছানার দেহ। নৃশংসভাবে প্লাস্টিকে ভরে ফেলে দেওয়া হয়েছে। এ সন্দেহজনক এই কাজে বিষ প্রয়োগের কথাও অনুমান করছেন তদন্তকারীরা।
পুতুল রায় নামক এক মহিলার প্রচেষ্টায় এই বিষয়টি সকলের নজরে আসে। এভাবে অবলা জীবের হত্যাকাণ্ড চালানোর পেছনে কী উদ্দেশ্য কাজ করছে তা বুঝতে তদন্ত শুরু হয়েছে । সংশ্লিষ্টরা বলছেন, পশু হত্যা নিয়ে এমন অমানবিক দৃশ্য সত্যিই বিরল।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃত কুকুরছানাগুলোকে ময়নাতদন্তের জন্য নিয়ে যেতে চাইলে প্রতিবাদ করেন পশুপ্রেমীরা। ঘটনাটি হাসপাতালে হওয়ায় হাসপাতালের কোনো কর্মী এর সাথে জড়িত কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।