ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করার দাবি

  • ইবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

মৃত্যুঞ্জয়ী মুজিবের পাদদেশে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মানববন্ধন, ছবি: বার্তা২৪.কম

মৃত্যুঞ্জয়ী মুজিবের পাদদেশে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মানববন্ধন, ছবি: বার্তা২৪.কম

ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান চালু করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে ইসলামী বিশ্ববিদ্যলয়ের শিক্ষার্থীরা। বুধবার এ দাবিতে  মাববন্ধন করেন তারা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পৃথক ছাত্রী যৌন হয়রানির ঘটনায় মানববন্ধন করে বিশ্ববিদ্যালয়ের (ইবি) সাধারণ শিক্ষার্থীরা।

বুধবার (১৭ এপ্রিল) বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের মৃত্যুঞ্জয়ী মুজিবের পাদদেশে এসব ঘটনার প্রতিবাদে মানববন্ধন করেন। 

বিজ্ঞাপন

মানববন্ধনে ‘ধর্ষকদের কোনো জাত নাই, আমরা তাদের ফাঁসি চাই’, ‘নীতি বাক্যের দিন শেষ, রুখে দাড়াও বাংলাদেশ’, ‘ধর্ষকরা জাতির কলঙ্ক, তাদের নাগরিকত্ব বাতিল করুন’ এমন প্রতিবাদী স্লোগান সম্বলিত বিভিন্ন ফেস্টুন ও প্লাকার্ড প্রদর্শনের মাধ্যমে জড়িতদের শাস্তির দাবি করেন সচেতন শিক্ষার্থীরা।

মাববন্ধনে বক্তারা বলেন, ‘ধর্ষকরা এ দেশ ও জাতির কলঙ্ক। তারা যেন কোন দলের ছত্রছায়ায় থেকে পার না পেয়ে যায়। তারা আমাদের সবার শত্রু। সরকারের প্রতি ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান চালু কারার দাবি জানান বক্তারা।