বিমান বাহিনীতে ৩৫০ জন নিয়োগ

  • ক্যারিয়ার ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

বাংলাদেশ বিমান বাহিনী লোগো

বাংলাদেশ বিমান বাহিনী লোগো

বাংলাদেশ বিমান বাহিনীর রাজস্ব খাতভুক্ত বেসামরিক পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ৩৪ ধরনের পদে মোট ৩৫০ জনকে নিয়োগ দেয়া হবে।

যেসব পদে নিয়োগ:
১। কম্পিউটার অপারেটর : ১০টি
২। অফিস করণিক : ২৪টি
৩। স্টোরম্যান : ১০টি
৪। ধর্মীয় শিক্ষক : ৩টি
৫। মিডওয়াইফ : ২টি
৬। ফায়ার ফাইটার : ৬টি
৭। মেকানিক্যাল ট্রান্সপাের্ট ড্রাইভার : ৩১টি
৮। মিস্ত্রি ক্লাস-১ (ইলেকট্রিক ফিটার) : ৩টি
৯। মিস্ত্রি ক্লাস-২ (ইলেকট্রিক মেকানিক) : ৩টি
১০। মিস্ত্রি ক্লাস-২ (পেইন্টার) : ২টি
১১। মিস্ত্রি ক্লাস-২ (মেটাল ওয়ার্কার) : ২টি
১২। ট্রেডসম্যান (মেকানিক্যাল ট্রান্সপাের্ট মেকানিক) : ১৫টি
১৩। ট্রেডসম্যান (ইলেকট্রিক মেকানিক) : ৭টি
১৪। ট্রেডসম্যান (কার্পেন্টার) : ৬টি
১৫। ট্রেডসম্যান (গ্রাউন্ড সিগন্যালার) : ৫টি
১৬। ট্রেডসম্যান (পেইন্টার) : ৬টি
১৭। ট্রেডসম্যান (এয়ারফ্রেম মেকানিক) : ৫টি
১৮। ট্রেডসম্যান (মেটাল ওয়ার্কার) : ৫টি
১৯। ট্রেডসম্যান (ওয়্যারলেস মেকানিক) : ২টি
২০। অফিস সহায়ক : ৪০টি
২১। লস্কর : ৪০টি
২২। বাবুর্চি : ২০টি
২৩। লস্কর (এন্টি-ম্যালেরিয়া) : ৭টি
২৪। লস্কর এয়ারক্রাফট : ১০টি
২৫। মেকানিক্যাল ট্রান্সপাের্ট গ্রীজার : ১০টি
২৬। লস্কর স্পাের্টস মার্কার : ৩টি
২৭। মেস ওয়েটার : ১৩টি
২৮। লস্কর বার্ডশ্যুটার : ৪টি
২৯। ওয়াচম্যান : ৭টি
৩০। ওয়াশারআপ : ১০টি
৩১। মালী : ১৫টি
৩২। আয়া : ১টি
৩৩। পরিচ্ছন্নতাকর্মী : ১৮টি
৩৪। লস্কর ফায়ার ফাইটার : ৫টি

বিজ্ঞাপন

আবেদনের শেষ তারিখ: ২৩ মে ২০১৯।

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Apr/20/1555740409695.jpg
বাংলাদেশ বিমান বাহিনীতে ৩৫০ জন নিয়োগ

 

বিজ্ঞাপন