পল্লী বিদ্যুতে ৪৭৫ জন নিয়োগ

  • ক্যারিয়ার ডেস্ক
  • |
  • Font increase
  • Font Decrease

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বাের্ড লোগো

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বাের্ড লোগো

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বাের্ডের আওতাধীন পল্লী বিদ্যুৎ সমিতিসমূহে বিলিং সহকারী পদে ৪৭৫ জন নারীকে নিয়োগ দেয়া হবে। 'কাজ নাই মজুরী নাই’ ভিত্তিতে সম্পূর্ণ অস্থায়ীভাবে তাদের নেয়া হবে।

যোগ্যতা
বিলিং সহকারী পদে শুধু নারীরা আবেদন করতে পারবেন। প্রার্থীদের কমপক্ষে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এসএসসি ও এইচএসসি বা সমমানের পরীক্ষায় জিপিএ ৫ স্কেলে ২.৫০ থাকতে হবে। ৩০ এপ্রিল ২০১৯ তারিখে বয়স হতে হবে অনূর্ধ্ব ৩০ বছর। প্রার্থীদের কম্পিউটার ও গাণিতিক বিষয়ে ভাল জ্ঞান থাকতে হবে। টাইপিংয়ে বাংলায় প্রতি মিনিটে কমপক্ষে ২০ ও ইংরেজিতে প্রতি মিনিটে ৩০টি শব্দের গতি থাকতে হবে।

বিজ্ঞাপন

বেতন
নিয়োগপ্রাপ্তদের দৈনিক ৬০০ টাকা হারে বেতন দেয়া হবে।

আবেদনের নিয়ম
আগ্রহীদের নির্ধারিত আবেদন ফরমে আবেদন করতে হবে। বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বাের্ডের ওয়েবসাইট (www.reb.gov.bd) অথবা সংশ্লিষ্ট পল্লী বিদ্যুৎ সমিতির ওয়েবসাইট হতে ফরম ডাউনলােড করে নিজ হাতে পূরণ করতে হবে। একজন প্রার্থী একাধিক পল্লী বিদ্যুৎ সমিতিতে চাকরির জন্য আবেদন করতে পারবেন না। প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদনপত্র আগামী ২৭ মে ২০১৯ তারিখের মধ্যে নিজ জেলার আওতাধীন পল্লী বিদ্যুৎ সমিতি বরাবর পাঠাতে হবে।

বিজ্ঞাপন

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/May/08/1557292142967.jpg