ব্রাফেটের বিরুদ্ধে অবৈধ বোলিং অ্যাকশনের অভিযোগ

  • স্পোর্টস ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম
  • |
  • Font increase
  • Font Decrease

সন্দেহজনক বোলিং অ্যাকশনে অভিযুক্ত ক্যারিবিয়ান ওপেনার ক্রেইগ ব্রাফেট, ছবি: সংগৃহীত

সন্দেহজনক বোলিং অ্যাকশনে অভিযুক্ত ক্যারিবিয়ান ওপেনার ক্রেইগ ব্রাফেট, ছবি: সংগৃহীত

সন্দেহজনক বোলিং অ্যাকশনের অভিযোগ উঠেছে ক্রেইগ ব্রাফেটের বিরুদ্ধে। জ্যামাইকায় ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্ট শেষে ওয়েস্ট ইন্ডিজের এ খণ্ডকালীন অফস্পিনারের বিরুদ্ধে অভিযোগটি তুলেছে আইসিসি। এনিয়ে দ্বিতীয়বারের মতো অবৈধ বোলিং অ্যাকশনের অভিযোগ উঠল এ ক্যারিবিয়ান ওপেনারের বিরুদ্ধে।

ব্রাফেটের বিরুদ্ধে প্রথমবার অভিযোগ উঠে ২০১৭ সালের আগস্টে। ওয়েস্ট ইন্ডিজের ইংল্যান্ড সফরে। তবে একমাস বাদেই অভিযোগ থেকে মুক্তি পেয়ে যান তিনি।

বিজ্ঞাপন

১৪ সেপ্টেম্বরের মধ্যে ব্রাফেটকে বোলিং অ্যাকশনের পরীক্ষা দিতে হবে। তবে পরীক্ষার ফল না আসা পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে বল করে যেতে পারবেন এ উইন্ডিজ ক্রিকেটার।

ভারতের বিপক্ষে সিরিজে ব্রাফেট বল করেন ৯ ওভার। আর জ্যামাইকাতে করেন মাত্র দুই ওভার। শিকার করেন ইশান্ত শর্মার উইকেট। ৫৮ টেস্ট ম্যাচে সব মিলিয়ে তার উইকেট ১৮টি। বল করেন ৩৭ ইনিংসে। এক ইনিংসে ছয় উইকেট শিকারের কৃতিত্বও রয়েছে তার।

বিজ্ঞাপন