মাছ বাজারগুলো ইলিশে ভরপুর

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

মাছ বাজারগুলো ইলিশে ভরপুর। ছবি: বার্তা২৪.কম

মাছ বাজারগুলো ইলিশে ভরপুর। ছবি: বার্তা২৪.কম

নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর ঝিনাইদহের মাছের বাজারগুলো এখন ইলিশে ভরপুর। প্রতিদিন উপকূলীয় জেলাগুলো থেকে ট্রাকযোগে ইলিশ আসছে ঝিনাইদহ, কালীগঞ্জ ও কোটচাঁদপুর মাছের আড়তগুলোতে। সেখান থেকে মাছগুলো ছড়িয়ে পড়ছে বিভিন্ন হাটবাজারে। দামও সস্তা।

বিজ্ঞাপন

ঝিনাইদহ শহরের মাছ বাজার ঘুরে দেখা গেছে, প্রচুর ইলিশ আমদানি হয়েছে। দামও ক্রেতাদের হাতের নাগালে। তবে ক্রেতার সংখ্যা কম।

ছোট সাইজের ইলিশ প্রতি কেজি ৩শ টাকা, মাঝারি সাইজের ইলিশ প্রতি কেজি ৫শ টাকা ও ৭শ গ্রাম ওজনের ইলিশ সাড়ে ৬শ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

বিজ্ঞাপন

মৎস্য ব্যবসায়ীরা জানান, এবার ইলিশ আমদানি বেশি হচ্ছে। ছোট সাইজের ইলিশের পেটে ডিম নেই। কিন্তু মাঝারি সাইজের ইলিশের পেট ডিমে ভর্তি। আর কিছুদিন থাকলে এ মাছগুলো ডিম ছাড়ত।