নির্বাচিতদের নিয়ে দ্বিধায় ঐক্যফ্রন্ট



মুজাহিদুল ইসলাম, স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪
ভোট গণনা, ছবি: ফাইল

ভোট গণনা, ছবি: ফাইল

  • Font increase
  • Font Decrease

শেষ হয়েছে বহুল প্রতীক্ষিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। বেসরকারি ফলাফল ঘোষণার পাশাপাশি নির্বাচিত প্রার্থীদের গেজেট প্রকাশ হয়েছে। চলছে নির্বাচিত এমপিদের শপথ গ্রহণের প্রস্তুতি ও মন্ত্রিসভা গঠনের নানা কর্মযজ্ঞ। সেই কর্মযজ্ঞে যোগ দেওয়া না দেওয়া নিয়ে দ্বিধায় রয়েছেন জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা।

বিষয়টি খোলাসা করে কেউ কিছু বলছেন না। একজন বলছেন, শপথ নেবেন না, তো আরেকজন বলছেন বিবেচনায় রয়েছে। তাহলে কি শেষ মুহূর্তে শপথ নেবেন ঐক্যফ্রন্টের নির্বাচিত এমপিরা? এমন প্রশ্ন থেকেই যায়। নেতাদের কেউ বলছেন, আলোচনা চলছে। শীঘ্রই অর্থ্যাৎ দু একদিনের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।

ইসি সূত্রে জানা গেছে, বুধবার (২ জানুয়ারি) নির্বাচিত প্রার্থীদের গেজেট প্রকাশ হবে। বৃহস্পতিবার (৩ জানুয়ারি) নির্বাচিতরা সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করবেন। এবং ১০ জানুয়ারির মধ্যেই মন্ত্রিসভা গঠন করা হবে।

সংসদ সদস্য হিসেবে শপথ নেবেন কিনা এমন প্রশ্নের জবাবে বিএনপি মনোনীত ‘ধানের শীষ’ প্রতীকে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের নির্বাচিত এমপি হারুন অর রশিদ বার্তা২৪.কমকে বলেন, ‘আমার ব্যাক্তিগত কোনো চিন্তাভাবনা নেই দলীয় সিদ্ধান্তই আমার সিদ্ধান্ত।’

বগুড়া-৬ আসন থেকে ধানের শীষ প্রতীকে নির্বাচিত হয়েছেন জাতীয় ঐক্যফ্রন্টের মুখপাত্র ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার (৩১ ডিসেম্বর) রাতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ‘আমরা ভোটের ফলাফল প্রত্যাখ্যান করেছি সুতরাং শপথ নেওয়ার প্রশ্নই ওঠে না।’

একইসময়ে জাতীয় ঐক্যফ্রন্টের আহবায়ক ড. কামাল হোসেন বলেন, ‘আমাদের নির্বাচিত প্রার্থীদের বিষয়ে আমরা বিবেচনায় রাখছি। শীঘ্রই সিদ্ধান্ত জানতে পারবেন।’

আইনে বলা আছে, সংসদ নির্বাচনের ফল গেজেট আকারে প্রকাশের তিন দিনের মধ্যে শপথের সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। এরপর ৩০ দিনের মধ্যে অধিবেশন ডাকতে হবে। তবে ভোটের কতদিন পর গেজেট হবে সে বিষয়ে কোনো বাধ্যবাধকতা নেই। একাদশ সংসদের প্রথম অধিবেশন শুরুর ৯০ দিনের মধ্যে স্পিকারকে অবহিত না করলে বা শপথ না নিলে সদস্য পদ খারিজ হবে।

এদিকে, ভোটের ফলাফল প্রত্যাখ্যান করেছে জাতীয় ঐক্যফ্রন্ট। পুনঃনির্বাচনের দাবি জানিয়ে আগামী বৃহস্পতিবার (৩ জানুয়ারি) নির্বাচন কমিশনে স্মারকলিপি দেবে তারা। সেই সাথে নির্বাচনী ট্রাইব্যুনালে মামলার পাশাপাশি আন্দোলনের কর্মসূচির প্রস্তুতি নেওয়া হচ্ছে। তবে আন্দোলনের ধরণ কেমন হবে বা কি কর্মসূচি থাকছে তা এখনও নির্ধারণ হয়নি বলে সূত্রটি নিশ্চিত করেছে।

এ প্রসঙ্গে জাতীয় ঐক্যফ্রন্টের নেতা ও গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বার্তা২৪.কমকে বলেন, আমরা প্রার্থীদের ডেকে পাঠিয়েছি। আগামী ৩ ডিসেম্বর তাদেরকে নিয়ে নির্বাচন কমিশনে স্মারকলিপি দেওয়া হবে। এছাড়া নির্বাচনী ট্রাইব্যুনালে অভিযোগ করা হবে। নেতৃবৃন্দ্বের সঙ্গে আলাপ-আলোচনা করে কর্মসূচি নির্ধারণ করা হবে এবং নির্বাচিত প্রার্থীদের বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হবে।

বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্ট মনোনীত নির্বাচিতরা হলেন, বগুড়া-৬ আসনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বগুড়া-৪ আসনে মোশাররফ হোসেন, মৌলভীবাজার-২ আসনে সুলতান মোহাম্মদ মুনসুর আহমদ, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে মো. আমিনুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে মো. হারুন অর রশিদ, ঠাকুরগাঁও-৩ আসনে জাহিদুর রহমান। তারা ধানের শীষ প্রতীকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করেছেন। এছাড়াও সিলেট-২ আসনে গণফোরামের নিজস্ব প্রতীক ‘উদীয়মান সূর্য’ নিয়ে নির্বাচিত হয়েছেন মোকাব্বির খান।

এদিকে, জাতীয় ঐক্যফ্রন্টের নির্বাচিতদের শপথ নেওয়ার আহবান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, যারা নির্বাচিত হয়েছেন, তারা জনগণের রায়ে নির্বাচিত হয়েছেন। জনগণের রায়কে যেন অসম্মান না করে।

   

সিলেটে বারকি নৌকা থেকে ফের ১১১ বস্তা চিনি উদ্ধার



স্টাফ করেসপন্ডেন্ট বার্তা২৪.কম, সিলেট
ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

  • Font increase
  • Font Decrease

সিলেটের জৈন্তাপুরে পুলিশের অভিযানে আবারো দুটি বারকি নৌকা থেকে ১১১ বস্তা ভারতীয় চিরি উদ্ধার করা হয়েছে।

বুধবার (২৬জুন) ভোরে জৈন্তাপুর উপজেলার সারী নদীতে দুটি নৌকা এসব চিনি উদ্ধার করা হয়। তবে, পুলিশের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়। তাদের কাউকে আটক করা যায়নি।

বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর মডেল থানার এসআই (মিডিয়া অফিসার) মো.আশরাফুল আলম।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জৈন্তাপুর মডেল থানাধীন ২নং জৈন্তাপুর ইউনিয়নের সারী নদীতে পুরাতন কাঠের তৈরি দুইটি নৌকা থেকে ১১১ বস্তা ভারতীয় চিনি উদ্ধার করা হয়।

এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়। পলাতক আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এরআগে মঙ্গলবার (২৫ জুন) সকাল ৮টার দিকে জৈন্তাপুর ইউনিয়ন সংলগ্ন চাঙ্গিল ব্রিজের নিচে দুটি বারকি নৌকা থেকে ৪২ বস্তা ভারতীয় চিনি উদ্ধার করে থানা পুলিশ।

;

কুমারখালীতে পদ্মা নদীতে গোসলে নেমে তরুণের মৃত্যু



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কুষ্টিয়া
ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

  • Font increase
  • Font Decrease

কুষ্টিয়ার কুমারখালীর পদ্মা নদীতে গোসল করতে নেমে ছাকির প্রামাণিক (১৮) নামে এক তরুণের মৃত্যু হয়েছে।

বুধবার (২৬ জুন) উপজেলার চর সাদিপুর ইউনিয়নের সাদিপুর ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

ছাকির প্রামাণিক কুমারখালী উপজেলার চর সাদিপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের বাবলু প্রামাণিকের ছেলে। তিনি পাবনায় একটি পোশাক কারখানায় কাজ করতেন।

চর সাদিপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. মেছের আলী খাঁ এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘ছাকির বন্ধুদের সঙ্গে পদ্মা নদীতে গোসল করতে নেমে ডুবে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পাবনা সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকিবুল ইসলাম বলেন, ‘পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।’

;

রংপুরে নদীতে গোসল করতে নেমে ভাই-বোনের মৃত্যু



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রংপুর
ফাইল ছবি

ফাইল ছবি

  • Font increase
  • Font Decrease

রংপুর নগরীর ভুরারঘাটে ঘাঘট নদীতে গোসল করতে নেমে আজমাইন (১১) ও জীম (৭) নামে জ্যাঠাত-চাচাতো দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে ।

বুধবার (২৬ জুন) আনুমানিক দুপুর ২টায় এ ঘটনা ঘটে৷

জানা যায়, নিহত দু'জন স্থানীয় নর্থ বেঙ্গল আইডিয়াল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী। আজমাইন ৬ষ্ঠ শ্রেণিতে ও জীম ১ম শ্রেণির শিক্ষার্থী। আজমাইনের পিতার নাম আনিসুল ও জীমের পিতার নাম রতন মিয়া।

পরে ঘটনাস্থলে রংপুর ফায়ার সার্ভিসের কর্মীরা উপস্থিত হয়ে তাদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে ডাক্তার তাদের মৃত্য বলে ঘোষণা করেন।

;

বিমানের পাইলট ঘাটতি কাটিয়ে উঠতে ব্যবস্থা গ্রহণের নির্দেশ মন্ত্রীর



স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী মুহাম্মদ ফারুক খান

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী মুহাম্মদ ফারুক খান

  • Font increase
  • Font Decrease

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পাইলট ঘাটতি কাটিয়ে উঠার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী মুহাম্মদ ফারুক খান।

বুধবার (২৬ জুন) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রধান কার্যালয়ে প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠককালে তিনি এ নির্দেশনা দেন। এ সময় আরও উপস্থিত ছিলেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোস্তাফা কামাল উদ্দীন এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম ভূঞা।

মন্ত্রী বলেন, বিগত কয়েক বছরে বিমান নতুন নতুন আন্তর্জাতিক রুটে ফ্লাইট চালু করেছে এবং আরও কিছু নতুন রুটের চাহিদা রয়েছে। সুতরাং বিমানের ফ্লাইট পরিচালনা নির্বিঘ্ন করার জন্য বিদ্যমান নিয়োগ নীতিমালার আলোকে যথাযথ স্বচ্ছতা বজায় রেখে দ্রুততার সাথে পাইলট ও কেবিন ক্রু নিয়োগের মাধ্যমে ঘাটতি কাটিয়ে উঠার ব্যবস্থা গ্রহণ করতে হবে।

ফারুক খান বলেন, বিমানের সেবাকে আরও বেশি যাত্রীবান্ধব করতে হবে। দ্রুততার সাথে প্রয়োজনীয় লোকবল নিয়োগ দিয়ে কল সেন্টারগুলোকে ২৪ ঘণ্টা সচল রাখতে হবে যাতে যাত্রীরা যেকোনো সময় তাদের প্রয়োজনীয় তথ্য জানতে পারেন। এছাড়া বর্তমানে ওয়েবসাইট ও দেশীয় সেল সেন্টারগুলোতে নগদ টাকার পাশাপাশি ক্রেডিট কার্ড দিয়ে টিকেট কাটা গেলেও বিদেশের বিভিন্ন স্টেশনের সেল সেন্টারে ক্রেডিট কার্ড ব্যবহারের কিছু সীমাবদ্ধতা রয়েছে। অতি দ্রুত ক্রেডিট কার্ড ব্যবহারের এই সীমাবদ্ধতা দূর করতে হবে।

তিনি বলেন, প্রতিটি উড়োজাহাজের যথাযথ স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর মেনে নিয়মিত ও যথাসময়ে মেইনটেনেন্স কাজ সম্পূর্ণ করতে হবে। ফ্লাইটের ইনফ্লাইট সেবা ও অভ্যন্তরীণ পরিচ্ছন্নতা নিশ্চিতকরণের ক্ষেত্রে আরও বেশি যত্নবান হতে হবে। বিমানের প্রতিটি বিভাগের মধ্যে নিবিড় আন্ত-সমন্বয়ের মাধ্যমে ব্যবসা উন্নয়নের সময়োপযোগী কৌশল গ্রহণ করতে হবে। সেবা সম্পর্কিত প্রয়োজনীয় তথ্য যাত্রী ও জনগণের কাছে যথাসময়ে পৌঁছে দিতে হবে।

এর আগে, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হতে প্রবাসী যাত্রীদের জন্য চালু হওয়া 'সাটল বাস সার্ভিসের' উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে যোগদান করেন। এই সাটল বাস সার্ভিসের মাধ্যমে যাত্রীগণ বিমানবন্দর হতে টঙ্গী এবং টঙ্গী হতে বিমানবন্দর পর্যন্ত সহজেই যাতায়াত করতে পারবেন।

;