বিভাগীয় পর্যায়ে ক্যান্সার-কিডনি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালায়ের '১০০ দিনের কর্মসূচি' ঘোষণা করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপন/ ছবি: বার্তা২৪.কম

সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালায়ের '১০০ দিনের কর্মসূচি' ঘোষণা করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপন/ ছবি: বার্তা২৪.কম

সারাদেশে বিভাগীয় পর্যায়ে ১০০ বেডের ক্যান্সার হাসপাতাল বিভাগ-জেলা পর্যায়ে হাসাপাতালে ১০ বেডের কিডিনি হাসপাতাল করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপন।

বুধবার (১৬ জানুয়ারি) দুপুরে সচিবালয়ে মন্ত্রণালায়ের সভাকক্ষে স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালায়ের '১০০ দিনের কর্মসূচি' ঘোষণা করেন তিনি।

বিজ্ঞাপন

জাহিদ মালেক স্বপন বলেন, ‘ঢাকা মেডিকেল কলেজে সবচেয়ে বড় হাপাতাল হবে, পাঁচ হাজার শয্যা বিশিষ্ট অত্যাধুনিক হাসপাতাল। তিন মাসের মধ্যে এর ডিজাইনিংয়ের কাজ শুরু হবে।

মন্ত্রণলায়ের সকল বিভাগে শুদ্ধি অভিযান চলবে উল্লেখ করে তিনি বলেন, ‘অপরাধ যার যার নিজস্ব বিষয়। সরকার এতে কাউকে ছাড় দেবে না। বর্তমান সরকারের মেয়াদ মাত্র শুরু হলো। দ্রুতই স্বাস্থ্য বিভাগের সব ধরনের অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে শুদ্ধি অভিযান চালানো হবে।’

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘নির্বাচনী ইশতেহারের ভিত্তিতে স্বাস্থ্য পরিবার কল্যাণ সেবা সপ্তাহ উদযাপন করা হবে। মন্ত্রণালয় থেকে মাঠ পর্যায়ের কার্যক্রম তদারকির প্রক্রিয়া চালু বিশেষ করে যন্ত্রপাতি, জনবল কর্মক্ষেত্রে উপস্থিতি তদারকি করা হবে। মন্ত্রণালয়ের কর্মকর্তারা মাঠ পর্যায়ের বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করবেন।’

‘স্বাস্থ্য সেবা বিভাগ এবং স্বাস্থ্য শিক্ষা পরিবার কল্যাণ বিভাগের সচিব বিভাগীয় পর্যায়ে প্রতিষ্ঠান কার্যক্রম সমূহের পরিদর্শনের জন্য বিভাগীয় পর্যায়ে সফর করবেন।’ স্বাস্থ্য সেবা বিভাগের বিভিন্ন পদে ইতোমধ্যে গৃহীত পদোন্নতি প্রক্রিয়া শেষ করা হবে বলেও জানান তিনি।

১০০ দিনের কার্যক্রমের বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, ‘সব হাসপাতালে সহজে দৃশ্যমান সাইন বোর্ডসহ নিওন সাইন এর সাইনবোর্ড স্থাপন করা হবে। প্রতিটি হাসপাতালে প্রদেয় সেবা গ্রহীতা বিভিন্ন ইউজার চার্জের তালিকা যথাযথভাবে প্রদর্শন নিশ্চিত করা হবে।’

‘স্বাস্থ্য সেবা গ্রহণের ক্ষেত্রে সেবা গ্রহীতাগণ যেসব সমস্যার সম্মুখীন হন, সে সব সমস্যা এবং তার সমাধানের বিষয়ে সেবা গ্রহীতাদের পরামর্শ গ্রহণের জন্য ওয়েবসাইট অভিযোগ করার চালু করা হবে। হাসপাতালে অ্যাম্বুলেন্স উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাদের জন্য জিপ গাড়ি প্রদান করা হবে।’

এ সময় স্বাস্থ্য প্রতিমন্ত্রী মোঃ মুরাদ হাসান উপস্থিত ছিলেন।