শহীদ জিয়ার ৮৩তম জন্মবার্ষিকী পালনে বিএনপির কর্মসূচি

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪

ছবি: বার্তা২৪

বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের ৮৩তম জন্মবার্ষিকী উদযাপনে দুই দিনব্যাপী কর্মসূচি দিয়েছে দলটি।

এ দিনটি পালনে আলোচনা সভা, পোস্টার, ক্রোড়পত্র প্রকাশ, মাজার জিয়ারতসহ বেশকিছু কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) দুপুরে রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচি ঘোষণা করেন।

তিনি জানান, দিবসটি উপলক্ষে শুক্রবার (১৮ জানুয়ারি) দুপুর আড়াইটায় সুপ্রিম কোর্ট বার অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন

শনিবার (১৯ জানুয়ারি) ঢাকাসহ দেশের প্রতিটি বিএনপি কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন করা হবে, সকাল ১০টায় শেরে বাংলা নগরে শহীদ জিয়ার মাজারে ফাতেহা শরিফ পাঠ ও পুষ্প অর্পণ করা হবে। এবং দিবসটি পালনে ক্রোড়পত্র প্রকাশ করা হবে।

সারাদেশে জেলা, মহানগর, উপজেলা, থানা, পৌরসভাসহ বিভিন্ন ইউনিটে যথাযোগ্য মর্যাদায় দলীয় নেতাকর্মীদের দিবসটি পালনের আহবান জানান তিনি।