কূটনীতিকদের ব্রিফ করলেন নতুন পররাষ্ট্রমন্ত্রী

  • স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪

ছবি: বার্তা২৪

বাংলাদেশে নিয়োজিত কূটনীতিকদের ব্রিফ করেছেন নবনিযুক্ত পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় তিনি এ ব্রিফ করেন।

৭ জানুয়ারি টানা তৃতীয় মেয়াদে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের যাত্রা শুরুর পর প্রথম আনুষ্ঠানিকভাবে বিদেশিদের ব্রিফ করা হল।  সেখানে ঢাকাস্থ সব কূটনৈতিক মিশন প্রধানদের আমন্ত্রণ জানানো হয়েছিল। ব্রিফিংয়ে মন্ত্রী ছাড়াও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, সিনিয়র সচিব মো. শহীদুল হকসহ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

সূত্র জানিয়েছে, ব্রিফে  বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা বলেন, আওয়ামী লীগ সরকারের বিষয়ে আশাবাদী আন্তর্জাতিক সম্প্রদায়। নতুন সরকারের সাথে এক হয়ে কাজ করতেও আগ্রহী তারা।

বিকেলে, রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক শেষে ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা এসব বলেন।

বাংলাদেশের একাদশ জাতীয় নির্বাচন নিয়ে তারা সন্তুষ্ট। একাদশ জাতীয় নির্বাচন, বর্তমান সরকারের অবস্থান এবং ভবিষ্যত পরিকল্পনা সম্পর্কে আন্তর্জাতিক সম্প্রদায়কে অবহিত করতে বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় কূটনৈতিক বৈঠকের আয়োজন করে পররাষ্ট্রমন্ত্রণালয়। এতে অংশ নেন ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাই-কমিশনার ও আন্তর্জাতিক দাতা সংস্থার প্রতিনিধিরা।

বৈঠকে সরকারের সার্বিক পরিস্থিতি তুলে ধরেন পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন। নির্বাচনে বিপুল ভোটে জয়ী হওয়ার পর আওয়ামী লীগ সরকারকে স্বীকৃতি দেয়ায় আন্তর্জাতিক সম্প্রদায়কে ধন্যবাদ জানান তিনি। উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে সবার সহযোগিতা চান পররাষ্ট্রমন্ত্রী।