শাস্তির বিধান রেখে পতাকাবাহী জাহাজ সুরক্ষা আইন অনুমোদন

  • স্টাফ করেসপন্ডেন্ট, ঢাকা, বার্তা ২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪

ছবি: বার্তা২৪

আইন না মেনে বিদেশ থেকে আমদানি ও বিদেশে রফতানি করলে ৫ লাখ টাকা জরিমানার বিধান রেখে বাংলাদেশের পতাকাবাহী জাহাজ সুরক্ষা আইন, ২০১৯ অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সোমবার (২৮ জানুয়ারি) প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিপরিষদের বৈঠকে অনুমোদন দেওয়া হয় এই আইনের। বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম এ কথা জানান।

বিজ্ঞাপন

তিনি বলেন, এর আগে এই আইনটি ইংরেজিতে ছিল, এটা এখন বাংলায় করা হলো। আইনে বেশকিছু পরিবর্তন করা হয়েছে। এর মধ্যে রয়েছে ধারা-৩ এ বৈদেশিক পণ্য আনা নেওয়ার ক্ষেত্রে বাংলাদেশি পতাকাবাহী জাহাজের সংখ্যা ছিল ৪০ শতাংশ। নতুন সংশোধিত আইনে এখন তা ৫০ শতাংশ বৃদ্ধি করা হয়েছে।

মন্ত্রী পরিষদ সচিব বলেন, বৈদেশিক পণ্য রফতানি আমদানির ক্ষেত্রে যতো জাহাজ চলবে তার ৫০ শতাংশ জাহাজ বাংলাদেশি পতাকাবাহী সরকারি জাহাজ চলবে। বাকি ৫০ শতাংশ চলবে বেসরকারি জাহাজ। আর যদি সরকারি জাহাজ ৫০ শতাংশ না থাকে সেক্ষেত্রে সমপরিমাণ বেসরকারি জাহাজ চলতে পারবে।

তিনি জানান, এর পরের পরিবর্তনে আগে থেকে এ আইনে থাকা ধারা ৬ এবং ৭ ধারা এবার বাদ দেওয়া হয়েছে।

তবে এই আইনের বিধান লঙ্ঘন করলে আইনে শাস্তির বিধানে ৫ লাখ টাকা করা হয়েছে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।