চট্টগ্রামে গ্যাস বিস্ফোরণে ১৩ শ্রমিক আহত
চট্টগ্রামের পাহাড়তলী এলাকায় রেলওয়ের একটি কারখানায় কাজ করার সময় গ্যাস বিস্ফোরণে ১৩ জন নির্মাণ শ্রমিক আহত হয়েছেন। তাদের মধ্যে আটজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) এবং বাকিদের রেলওয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার (২৭মার্চ) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন- মো. ইব্রাহিম, মো. জামাল, মো.রায়হান, সাইফুল রাসেল, মো. রিপন ফরিদ, মো. মাহবুবুর রহমান ও কবির আহমেদ। বাকিদের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
চমেক পুলিশ ফাঁড়ির এএসআই মো.আলাউদ্দীন বার্তা২৪.কমকে জানান, কারখানায় কাজ করার সময় মবিল জাতীয় দাহ্য পদার্থের বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণ নিয়ন্ত্রণ করতে গিয়ে দাহ্য পদার্থ শ্রমিকদের নাক-মুখে প্রবেশ করলে অসুস্থ হয়ে পড়েন তারা। প্রথমে তাদের ক্যাজুয়ালিটি থেকে বার্ন ইউনিটে নেওয়া হয়।
বার্ন ইউনিটের চিকিৎসক ডা. রফিক উদ্দীন আহমেদ বার্তা২৪.কমকে জানান, কারখানাটিতে বিভিন্ন স্টিলের অগ্নিনির্বাপকের কাজ করার সময় দাহ্য পর্দাথের রশ্মি শ্রমিকদের নাকে প্রবেশ করে। এতে অক্সিজেনের সংকটে তারা অসুস্থ হয়ে পড়েন। এর মধ্যে দু’একজনকে নিবিড় পর্যবেক্ষণের (আইসিইউ) জন্য ঢাকায় প্রেরণ করা হতে পারে।